নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে সেটি হল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা।আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়গুলিতে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকের সাথে বিশেষ শিক্ষার্থী ও বিশেষ শিক্ষকদের সম্মান গুরুত্ব ও অধিকার দেওয়া হয়েছে।
ভারতের অন্যান্য রাজ্যগুলির সাধারণ বিদ্যালয়গুলিতে বিশেষ শিক্ষক নিয়োগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পথে এগিয়ে চললেও পশ্চিমবঙ্গে বিগত ১১ বছর ধরে বিশেষ শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। এই অবস্থায় প্রশিক্ষিত বিশেষ শিক্ষক নিয়োগ না হওয়ায় যেমন বহু প্রশিক্ষিত বিশেষ শিক্ষক-শিক্ষিকা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তেমনই বিশেষ শিক্ষার্থীরাও প্রকৃত শিক্ষা লাভ করতে পারছেনা ৷
তারই প্রতিবাদে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলায় কয়েকশো প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক- শিক্ষিকা বিক্ষোভ দেখালো জেলাশাসকের দফতরের সামনে। শাঁখ, কাঁসর, ঘন্টা বাজিয়ে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখান বিশেষ শিক্ষক সংগঠন।
আরও পড়ুনঃ দেওচড়াই অঞ্চলের কৃষ্ণপুর গ্রামের কালজানি নদীতে ভাঙন, পরিদর্শনে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
মূল দাবি গুলি হল স্থায়ীভাবে প্রত্যেকটি প্রাথমিক , মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলে অন্তত দুজন করে শিক্ষক নিয়োগ করা, মাস এডুকেশন সুবিধাযুক্ত স্কুলগুলিতে যথাযথ বিশেষ শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা, বিশেষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৫০ বছর করা সহ একাধিক দাবিতে বিক্ষোভ অবস্থানে বসে বিশেষ শিক্ষক-শিক্ষিকারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584