মোহনা বিশ্বাস, কলকাতাঃ
শিক্ষা নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষের নিজস্ব পরিচয় গড়ে তোলার অন্যতম অস্ত্র। তাই নারীদিবসে অভিনব উদ্যোগ জনপ্রিয় প্রকাশনীর। যেসব নারী সমাজে নিজের পরিচয় গড়ে তুলতে প্রতিনিয়ত লড়াই করে চলেছে সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে সেই তেজস্বিনী নারীদের সম্মান জানাল এই প্রকাশনী।
এদিন হোপ কলকাতা ফাউন্ডেশন ও তিলজলা শেড-এর মোট ১০জন দুঃস্থ মেধাবী ছাত্রীকে বিশেষ সম্মান প্রদান করে জনপ্রিয় প্রকাশনী। পাশাপাশি তাদের আর্থিক অনুদানও দেওয়া হয় ওই প্রকাশনীর তরফ থেকে।
আরও পড়ুনঃ ‘লিমকা বুক অফ রেকর্ডস’ এ ভারতের প্রথম কালিনারি আর্টস মিউজিয়াম
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরকার তথা বাংলা ব্যান্ড ‘সুরজিৎ ও বন্ধুরা’র প্রাণপুরুষ সুরজিৎ চ্যাটার্জী, জনপ্রিয় প্রকাশনীর কর্ণধার প্রতিমা করাতি, ডিজাইনার শর্বরী দত্ত, চিত্রশিল্পী ইলিনা বণিক, কোরিওগ্রাফার সুদর্শন চক্রবর্তী সহ আরও অনেকে। জনপ্রিয় প্রকাশনীর এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584