সুশান্তের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না ক্রীড়াজগৎ

0
107

নিউজফ্রন্ট, বিনোদন ডেস্কঃ

Sushant Singh Rajput | newsfront.co
ফাইল চিত্র

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর। ‘ধোনি…ধোনি…ধোনি…ধোনি…. ধোনি..’। সিনেমাহল গমগম করছিল এই একটা নামের জন্য। আর পর্দায় তখন ধোনির বেশে সুশান্ত সিং রাজপুত

খেলার মাঠে গ্যালারিতে বসে থাকা দর্শকের দিকে ব্যাট দেখিয়ে বিজয়ী হওয়ার আনন্দটুকু যেন সুশান্ত নয়, ধোনি নিজেই উপভোগ করছেন। ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’তে মহেন্দ্র সিং ধোনির চরিত্রটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

ক্রিড়াজগতের মানুষ না হলেও সেই সময়ে শচীন তেন্ডুলকর, ইরফান পাঠান, মহেন্দ্র সিং ধোনি সহ সকল খেলোয়াড়ের কাছের মানুষ হয়ে উঠেছিলেন সুশান্ত। আর আজ সেই সুশান্তই আত্মহত্যা করেছেন।।

এই খবরটা শোনামাত্রই হতবাক হয়ে গেছে খেলার দুনিয়া। রবিবার বান্দ্রা থানার পুলিশ মুম্বইয়ে সুশান্ত সিং রাজপুতের নিজের বাড়ি থেকে উদ্ধার করে তাঁর মৃতদেহ।

নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত ক্রিড়া জগৎ। টুইটে একের পর এক ক্রিকেটার শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে সামিল প্রিমিয়র লিগ

শচীন থেকে ইরফান পাঠান, আকাশ চোপড়া, অশ্বিন, ক্রুনাল পান্ডিয়া, হর্ষ ভোগলে, শিখর ধাওয়ানের মতো আরও অনেক ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পাঠাতে থাকেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here