নিউজফ্রন্ট, বিনোদন ডেস্কঃ
২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর। ‘ধোনি…ধোনি…ধোনি…ধোনি…. ধোনি..’। সিনেমাহল গমগম করছিল এই একটা নামের জন্য। আর পর্দায় তখন ধোনির বেশে সুশান্ত সিং রাজপুত।
Shocked and sad to hear about the loss of Sushant Singh Rajput.
Such a young and talented actor. My condolences to his family and friends. May his soul RIP. 🙏 pic.twitter.com/B5zzfE71u9— Sachin Tendulkar (@sachin_rt) June 14, 2020
খেলার মাঠে গ্যালারিতে বসে থাকা দর্শকের দিকে ব্যাট দেখিয়ে বিজয়ী হওয়ার আনন্দটুকু যেন সুশান্ত নয়, ধোনি নিজেই উপভোগ করছেন। ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’তে মহেন্দ্র সিং ধোনির চরিত্রটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
Shocked to hear about Sushant Singh Rajput. This is so difficult to process. May his soul RIP and may god give all the strength to his family and friends 🙏
— Virat Kohli (@imVkohli) June 14, 2020
ক্রিড়াজগতের মানুষ না হলেও সেই সময়ে শচীন তেন্ডুলকর, ইরফান পাঠান, মহেন্দ্র সিং ধোনি সহ সকল খেলোয়াড়ের কাছের মানুষ হয়ে উঠেছিলেন সুশান্ত। আর আজ সেই সুশান্তই আত্মহত্যা করেছেন।।
So shocking and unable to believe this.. Sincere condolences and prayers to the family of #SushantSinghRajput. RIP. May God bless your soul 🙏
— Shikhar Dhawan (@SDhawan25) June 14, 2020
I’m shocked at the tragic passing away of #SushantSinghRajput. A life brimming with promise and possibilities ended abruptly. My condolences to his family and fans 🙏 pic.twitter.com/8g1VCY0Kne
— Ravi Shastri (@RaviShastriOfc) June 14, 2020
এই খবরটা শোনামাত্রই হতবাক হয়ে গেছে খেলার দুনিয়া। রবিবার বান্দ্রা থানার পুলিশ মুম্বইয়ে সুশান্ত সিং রাজপুতের নিজের বাড়ি থেকে উদ্ধার করে তাঁর মৃতদেহ।
Plz tell me this is a fake news.. Cant believe Sushant Rajput is no more..Condolence to the family🙏🙏 Very sad #ripsushantsinghrajput pic.twitter.com/wjCK77aq3t
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 14, 2020
নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত ক্রিড়া জগৎ। টুইটে একের পর এক ক্রিকেটার শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে সামিল প্রিমিয়র লিগ
I’m deeply shocked and saddened to hear about the suicide of #SushantSinghRajput my heart goes out for his family
— Irfan Pathan (@IrfanPathan) June 14, 2020
it’s quiet shocking to see when someone so young commits SUICIDE it’s really so depressing Nobody knows what someone else is going through. no one knows what made him to do so…being his a Pakistani fan am so upset #RIP sushant#sushantsinghrajput pic.twitter.com/0GJ5nNK5FG
— Kamran Akmal (@KamiAkmal23) June 14, 2020
শচীন থেকে ইরফান পাঠান, আকাশ চোপড়া, অশ্বিন, ক্রুনাল পান্ডিয়া, হর্ষ ভোগলে, শিখর ধাওয়ানের মতো আরও অনেক ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পাঠাতে থাকেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584