অভিমন্যুর তীক্ষ্ণ তীর রোশনের দিকে

0
103

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ভারতীয় সংবিধানে প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। টলিউড স্টার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুও একটি বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। তা কী বলেছে সে, কাকেই বা বলেছে আর কেনই বা বলেছে? এই সব প্রশ্নের উত্তর অনেকটাই ধোয়াশায়। তবে, অনুমান করা যায় কার দিকে তীক্ষ্ণ বক্তব্যের তীর অভিমন্যুর।

shrabanti | newsfront.co

অভিমন্যু সোশ্যাল মিডিয়ায় বডি বিল্ডারদের উদ্দেশ্যে যা লিখেছেন তা খানিকটা এমন- “বেশিরভাগ বডি বিল্ডারের শরীর প্রসারিত হয়েছে৷ কিন্তু তাদের মস্তিষ্কের বিকাশ ঘটেনি। কিছু কিছু বডি বিল্ডার জানেন না কার সঙ্গে কীভাবে কথা বলতে হয়। ছোট থেকে সঠিক শিক্ষার অভাবই এর কারণ।”

shrabanti | newsfront.co

অভিমন্যু ‘বডি বিল্ডার’ শব্দদুটি উল্লেখ করলেও তা যে আদতে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনের উদ্দেশ্যেই তা বুঝতে অসুবিধা হয় না। কদিন ধরে শ্রাবন্তী ও রোশনের সম্পর্কের সমীকরণ পালটে গেছে তা অজানা নয় কারোই। ফলে, ছেলে হয়ে অভিমন্যু তার মায়ের বিপরীতের মানুষটির বিরুদ্ধে গর্জে উঠবে সেটা স্বাভাবিক৷ এতদিন মায়ের সঙ্গে তাঁর তৃতীয় স্বামীর সম্পর্ক নিয়ে নানা কথায় চুপই ছিল পুত্র। তবে, এবার সে মুখ খুলতে উদ্যত হয়েছে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুনঃ প্রিয়া সিনেমায় প্রিমিয়ার ‘ইটারনাল ক্যানভাস’-এর

প্রসঙ্গত, বাবা-মায়ের মধ্যে সম্পর্কের তিক্ততা, বিচ্ছেদ সন্তানের মনে কুপ্রভাব ফেলে তা পরীক্ষিত সত্য। তার উপরে যখন সেই বিষয়টিকে কেন্দ্র করে নানা মহলে কথাকথি হয় আর তা যদি সেই সন্তানের কানে এসে পৌঁছয় তা বেশ জটিল অবস্থা ধারণ করে। আর সেটাই সম্ভবত হয়েছে অভিমন্যুর ক্ষেত্রেও৷ এমনিতে সে চুপচাপ প্রকৃতির। কোনওকালেই তার বিশেষ কিছু বলার থাকে না মা-কেন্দ্রিক কোনও বিষয় নিয়ে। মায়ের একের পর এক বিচ্ছেদ তার মনে দোলা দেয়নি তা নয়।

আরও পড়ুনঃ জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতায় সাদা-কালো ‘অভিযাত্রিক’

কিন্তু অহেতুক কোনও বিষয়ে মুখ খোলেনি সে বা সেটা তার মায়ের দেওয়া সুশিক্ষার প্রতিফলনও হতে পারে। শ্রাবন্তীর পরের পর সম্পর্কের টানাপোড়েন নিয়ে লেখালিখির অন্ত নেই। অভিনেত্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কাঁটাছেড়া করে নজর কাড়তে চেয়েছে বেশিরভাগ মানুষ। সঠিক তথ্য নেই কারো কাছে। তবে ওই যে, বাক স্বাধীনতার অধিকারকে হাতিয়ার করে বলে ফেলে ইচ্ছেমতো অনেককিছু। বলা বাহুল্য, অভিমন্যুর এই হুঙ্কার খানিকটা তার বিরুদ্ধেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here