মাঘেই ঝড়বে ‘শ্রাবণের ধারা’

0
145

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

বয়স হলে মানুষ ভুলতে শুরু করে। এটা স্বাভাবিক বলে মনে করি আমরা। কিন্তু স্ক্রিপ্টোফেনিয়া একটি বড়ো অসুখ। যে অসুখের জন্য মানুষের স্মৃতিশক্তি হ্রাস পায় এবং যে কারণে সবকিছু ভুলে যেতে পারে মানুষ। সেই অসুখকে অতটাও গুরুত্ব দিই না আমরা। আর এই স্ক্রিপ্টোফেনিয়া অসুখ নিয়েই আসছে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ছবি ‘শ্রাবণের ধারা’।

চিত্র সৌজন্যঃ ইউটিউব

ছবির মুখ্যচরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার বিপরীতে দেখা যাবে গার্গী রায়চৌধুরীকে। ছবিতে একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়-কে। পরমব্রত-র বিপরীতে রয়েছেন বাসবদত্তা চ্যাটার্জী। ১৭ জানুয়ারি প্রকাশ্যে এল ‘শ্রাবণের ধারা’ ছবির ট্রেলার।

ইতিমধ্যেই ইউটিউবে দর্শকের মন জয় করে নিয়েছে এই ছবির ট্রেলার। এর আগে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত এই ছবিটি ২০১৯-এর কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। আর তারপর ১৭জানুয়রি প্রকাশ্যে এল ছবির ট্রেলার। স্ক্রিপ্টোফেনিয়া অসুখে একজন মানুষের কি কি হতে পারে তা জানতে হলে দেখতে হবে ‘শ্রাবণের ধারা’। আগামী ৭ই ফেব্রুয়ারি বড়োপর্দায় মুক্তি পাবে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ-এর ছবি ‘শ্রাবণের ধারা’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here