নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এককালের ব্যস্ত, গ্ল্যামারাস, সফল অভিনেত্রী শ্রীলেখা। ক্রাশ ছিলেন অনেকের৷ আজ আর তেমন ব্যস্ততা নেই। কাজ নেই হাতে। অবসর আর অবসর। বাড়িতেই কাটে বেশিরভাগ সময়। ওদিকে স্বামী নীড় একজন সফল ব্যবসায়ী। বেজায় ব্যস্ত সে৷ ব্যবসার কাজে প্রায়ই তাকে যেতে হয় বাইরে ট্যুরে। তাই স্ত্রী’কে সেভাবে সময় দিতে পারে না সে৷ একা হয়ে পড়ে শ্রীলেখা।
এই একাকীত্ব কাটাতে সে হয়ে পড়ে মাত্রাতিরিক্ত অ্যালকোহলিক। তার মন বারবার ফিরে যায় তার সেই ফেলে আসা সোনার দিনগুলিতে। যেদিন নাম, যশ, ব্যস্ততার বেষ্টনীতে আবদ্ধ ছিল শ্রীলেখা নামটা। এরপর একদিন শ্রীলেখার জীবনে আসে শঙখ নামে এক যুবক। না, এর বেশি আর বলা ঠিক হবে না।

গল্পে ট্যুইস্ট আসবে এখান থেকেই। তবে, যে শ্রীলেখার কথা বলা হল তিনি শ্রীলেখা মিত্র নন, তিনি শ্রীলেখা দত্ত। অস্বীকার করার উপায় নেই, মিল তো এক জায়গায় আছেই। শ্রীলেখা দত্ত’র চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র।
আরও পড়ুনঃ বড় পর্দায় পা শোলাঙ্কির, বিপরীতে যিশু

রোম্যান্টিক থ্রিলারধর্মী এই গল্পে শ্রীলেখার স্বামী নীড়ের চরিত্রে অনিন্দ্য সরকার। আর শঙখের চরিত্রে জ্যামি ব্যানার্জি। পরিচালক মৃণ্ময় সরকার এর আগে বহু ফিকশন এবং নন ফিকশন বানিয়েছেন। এই প্রথমবার ওয়েবের জন্য পরিচালকের ভূমিকা পালন করলেন তিনি।
আরও পড়ুনঃ সম্পর্কের গল্প নিয়ে হাজির ‘বাইলেন’, সম্মানিত মাধবী মুখোপাধ্যায়

মৃণ্ময় সরকার পরিচালিত এই ওয়েব শর্টের নাম রাখা হয়েছে ‘লুপ’। ‘মিনিমাইজ এন্টারটেনমেন্ট’-এর প্রযোজনায় খুব শীঘ্রই ওটিটি-তে আসবে ওয়েব শর্ট ‘লুপ’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584