বন্ধুত্বের হাত

0
206

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ ইস্যু নিয়ে গতবছর সোচ্চার হতে দেখা গিয়েছিল বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে। তবে, যাঁর বক্তব্য এবং যুক্তির ঝড়ে তোলপাড় হয় সামাজিক মাধ্যম তিনি হলেন শ্রীলেখা মিত্র।

Sreelekha Mitra | newsfront.co

নিজের ইউটিউব প্ল্যাটফর্মে লাইভ ভিডিওতে তিনি সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত-র বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। ঋতু ও বুম্বাদার প্রেম থাকায় টলিউডে কাজ না পাওয়ার অভিযোগও তোলেন এই সাহসী, স্পষ্টবাদী অভিনেত্রী।

Rituparna Sengupta | newsfront.co

তবে, এবার বাতাসে ভাসছে অন্য খবর। শ্রীলেখা মিত্র নাকি এবার ঋতুপর্ণা সেনগুপ্তকেই চাইছেন তাঁর পরবর্তী ছবিতে। পরিচালনার কাজে লিপ্ত হয়েছেন তিনি। বানিয়েছেন ‘বিটার হাফ’। কাজ চলছে পোস্ট প্রোডাকশনের। পাশাপাশি তিনি নতুন একটি চিত্রনাট্যের কাজেও হাত দিয়েছেন বলে সূত্রের খবর। আর সেই ছবিতেই নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ঋতুপর্ণাকে ভেবেছেন শ্রীলেখা মিত্র। তিনি ঋতুপর্ণাকে চিত্রনাট্য শোনাতে চান।

আরও পড়ুনঃ ‘অন্তর্দৃষ্টি’র শুটিঙে গিয়ে উত্তরাখণ্ডে আটকে ঋতুপর্ণা সহ গোটা ইউনিট

এখন প্রশ্ন হল, ঋতুপর্ণা পুরনো বিবাদ ভুলে শ্রীলেখার ডাকে সাড়া দেবেন কিনা। এমনিতেই তিনি এখন বেজায় ব্যস্ত। তার উপরে কবীর লাল পরিচালিত ‘অন্তর্দৃষ্টি’ ছবির শুটিঙে গিয়ে উত্তরাখণ্ডে আটকে পড়েছেন তিনি। ফলে, তিনি সময় দিতে পারবেন কিনা কিংবা রাজি হবেন কিনা সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here