ছবি পরিচালনায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, প্রযোজনায় রানা সরকার

0
318

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

জবর খবর টলিউডে ৷ কবি শ্রীজাত ডেবিউ করছেন ছবি পরিচালনার! এক প্রথম সারির সংবাদ মাধ্যমের দৌলতে জানা গিয়েছে, শ্রীজাতর ডেবিউ ছবির প্রযোজক রানা সরকার।

Sreejata Banerjee | newsfront.co
শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

সূত্রের খবর, ছবির প্রাথমিক নাম ‘মানবজমিন’। তবে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাসের সঙ্গে কোনও মিল নেই ছবির গল্পের। ছবিতে সঙ্গীত পরিচালনায় থাকবেন জয় সরকার। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গানের কথা লিখবেন শ্রীজাত স্বয়ং। সমাজকে কিছু বলতে চান কবি। যেটা সিনেমাই বেশি ভাল বলতে পারবে কবিতা বা সাহিত্যর তুলনায়।

Rana Sarkar | newsfront.co
রানা সরকার, প্রযোজক

ছবিতে কারা থাকবেন সেই বিষয়ে কিছুই চুড়ান্ত হয়নি এখনও। আজ শনিবার প্রযোজকের সঙ্গে আলোচনার মাধ্যমে চরিত্রাভিনেতাদের নাম স্থির করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ “পাড়ায় খেলাধূলা করলে ঠ্যাং ভেঙে দেব”- প্রতিবেশীর বাচ্চাদের হুমকি দিয়ে শ্রীঘরে বিগ বস খ্যাত পায়েল রোহাতগি

একটা কথা বলতে দ্বিধা নেই, কবি যে ভাবনার ডালা মেলে উড়ে চলেন সেই ভাবনার জোরে ছবিও তিনি ভাল আঁকবেন থুড়ি ভাল ছবি বানাবেন তেমন আশা তো করবেনই শ্রীজাতপ্রেমীরা। আশাপূরণের গুরুদায়িত্ব তাই কবির জন্য আসন্ন। টিম নিউজ ফ্রন্টের তরফ থেকে রইল শুভেচ্ছা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here