নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
চাঞ্চল্যকর অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে! শ্রীলঙ্কার একটি বিদ্যুৎকেন্দ্র তৈরির বরাত গুজরাতের আদানি গোষ্ঠীকে পাইয়ে দেওয়ার জন্য নাকি শ্রীলঙ্কা সরকারকে ‘চাপ’ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উঠলো এমনই অভিযোগ।
শ্রীলঙ্কার পার্লামেন্টের কমিটির কাছে সিলোন বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান এম এম সি ফার্দিনান্দো বলেন যে ২০২১ সালের ২৪ নভেম্বর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁকে বলেন, মান্নারে ৫০০ মেগাওয়াটের বায়ু-বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফার্দিনান্দো অবশ্য দাবি করেছেন যে তিনি প্রেসিডেন্টকে রাজাপক্ষে-কে জানিয়েছিলেন যদিও বিদ্যুৎ বোর্ডের সঙ্গে এই সরকারি সিদ্ধান্তের কোনও যোগ নেই। তবে এর ফলে যাতে শ্রীলঙ্কার আর্থিক ক্ষতি না হয়, তা দেখার অনুরোধও করেন তিনি। উল্লেখ্য, এর আগেও আদানি গোষ্ঠীকে নিয়মবহির্ভূত উপায়ে শ্রীলঙ্কার বন্দর উন্নয়নের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছিল রাজাপক্ষের বিরুদ্ধে।
এরপরেই গত শুক্রবার হঠাৎ নিজের বক্তব্য থেকে সরে আসেন ফার্দিনান্দো। পাশাপাশি অভিযোগ অস্বীকার করে একটি টুইট করেন গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু এর মধ্যেই জাতীয় স্তরের সংবাদ মাধ্যম NDTV সূত্রে একটি চিঠি প্রকাশ্যে এসেছে। NDTV-র প্রতিবেদন অনুযায়ী চিঠিটি সিলোন বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান এম এম সি ফার্দিনান্দো গত ২৫ নভেম্বর ২০২১-এ লিখেছেন শ্রীলঙ্কার অর্থ মন্ত্রকের ট্রেজারি সেক্রেটারি এসআর আতিগালা-কে সম্বোধন করে লেখা। ঐ চিঠিতে ফার্দিনান্দো লিখেছেন ভারত সরকারের তরফে শ্রীলঙ্কা সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে এই বিদ্যুৎ প্রকল্পের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার জন্য এবং বর্তমান এফডিআই সংকট মেটাতে দুই দেশই চুক্তিবদ্ধ।
https://twitter.com/hatefreeworldX/status/1535964758863536129?s=20&t=CISCmvQkctxFLy-cumHRSA
তাৎপর্যপূর্ন বিষয় হল, এরপরেই ডিসেম্বর মাসে শ্রীলঙ্কার মান্নার ও পুনেরিন-এর ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের দুই বায়ু-বিদ্যুৎ প্রকল্পই হাতে আসে আদানি গোষ্ঠীর। উল্লেখ্য, ২০২১ সালেই শ্রীলঙ্কা বন্দর উন্নয়নের ৭০০ মিলিয়ন ডলারের প্রকল্পও যায় আদানি গোষ্ঠীর হাতেই। ইতিমধ্যেই টুইটারে ছড়িয়ে পড়েছে কমিটির কাছে সিলোন বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান এম এম সি ফার্দিনান্দো-র বক্তব্যের ভিডিও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584