নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
শ্রীলঙ্কার রাজনীতিতে কি আসতে চলেছে আমূল পরিবর্তন ! কোনদিকে যেতে চলেছে দ্বীপরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি! কারণ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে রনিল বিক্রমাসিঙ্ঘের পাশাপাশি উঠে আসছে বামপন্থী শক্তি। মাত্র ৫৩ বছর বয়সী বাম নেতা অনুরা কুমার দিসানায়কে, ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে। সংবাদমাধ্যমের সামনে জোর গলায় দিসানায়কে দাবি করেছেন, ছ’মাসের মধ্যে দেশকে অর্থনৈতিক সঙ্কট থেকে বের করে আনতে পারবেন।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদের জন্য লড়াই করছেন রনিল বিক্রমাসিঙ্ঘে ও ডালাস আলফাপ্পেরুমা। তাঁদের পাশাপাশি দিসানায়কের দল শ্রীলঙ্কার পিপলস লিবারেশন ফ্রন্ট ইতিমধ্যে তৃতীয় শক্তি হিসাবে অন্য সংসদীয় দলগুলির সঙ্গে পাল্লা দিচ্ছে। শ্রীলঙ্কার মানুষও চমকে গিয়েছেন দিসানায়কের এই উত্থানে।
আরও পড়ুনঃ অবিলম্বে মেটাতে হবে করোনায় মৃত্যুর ক্ষতিপূরণঃ কড়া নির্দেশ শীর্ষ আদালতের
কিন্তু কে অনুরা কুমার দিসানায়কে! শ্রীলঙ্কার বামপন্থী সংগঠন হল জনতা বিমুক্তি পেরামুনায়। ২০১৪ সালে সপ্তম পার্টি কনভেনশনে দলের সর্বাধিনায়ক নির্বাচিত হন অনুরা কুমার দিসানায়কে। তিনি শ্রীলঙ্কার পার্লামেন্টেও ছিলেন ২০১৪ সাল থেকেই। চন্দ্রিকা কুমারাতুঙ্গার সময় তিনি কৃষি দফতরের মন্ত্রী ছিলেন। এরপর ২০১৯ সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করেন কিন্তু সেই নির্বাচনে হেরে যান তিনি। কম বয়সী ও কার্যত মিলিটারি জনযুদ্ধের কায়দায় শিক্ষিত এই মানুষটির উত্থান শ্রীলঙ্কার রাজনীতিকে কোন অভিমুখে নিয়ে যায় এখন সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584