নিজস্ব সংবাদদাতা, শ্রীনগরঃ
জম্মু-কাশ্মীরে দুষ্কৃতীদের গুলিতে মারা গেলেন এক আইনজীবী, নাম বাবর কাদরি বয়স মাত্র ৪০। তিন দিন আগেই কাশ্মীর পুলিশের কাছে সাহায্য চেয়েছিলেন তিনি, জানিয়েছিলেন তাঁর প্রাণের ঝুঁকি রয়েছে এবং এফআইআর ও দায়ের করতে বলেছিলেন এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শ্রীনগরের হাওয়াল এলাকায় নিজের বাড়িতেই গুলি করে হত্যা করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, খুব কাছ থেকে একটিই গুলি চালানো হয়, তারপর এলাকা ছেড়ে দ্রুত পালিয়ে যায় দুষ্কৃতীরা।
I urge the state Police administration to register FIR against this Shah Nazir who has spread wrong campaign that I work for agencies. This un true statement can lead to threat to my life.@ZPHQJammu pic.twitter.com/utkurYpRzk
— Babar Qadri Truth (@BabarTruth) September 21, 2020
জানা গিয়েছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত বিতর্কে অংশগ্রহণ করতেন বাবর কাদরি। এছাড়াও স্থানীয় সংবাদপত্রে নিয়মিত লেখালেখি করতেন তিনি। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের বিরাগভাজনও ছিলেন এই তরুণ আইনজীবী। সেই রোষের কারণেই বাবর কাদরির এই পরিণতি হলো কিনা তা খতিয়ে দেখছে জম্মু-কাশ্মীর পুলিশ। পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।
The assassination of Babar Qadri this evening is tragic & I unequivocally condemn it. The sense of tragedy is all the more because he warned of the threat. Sadly his warning was his last tweet. @BabarTruth
— Omar Abdullah (@OmarAbdullah) September 24, 2020
ঘটনার সময় ক’জন আততায়ী উপস্থিত ছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন।খুন হওয়ার তিন দিন আগে একটি টুইট করেছিলেন আইনিজীবী বাবর কাদরি। একটি স্ক্রিনশট শেয়ার করে শাহ নাজির নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি।
JKNC unequivocally condemns the dastardly killing of young activist Adv Babar Qadri. His killers must be brought to book and justice be delivered in his murder case, immediately. The party expresses heartfelt condolences with the bereaved family.
— JKNC (@JKNC_) September 24, 2020
টুইটে তিনি লিখেছিলেন, “রাজ্যে পুলিশের কাছে আর্জি জানাচ্ছি শাহ নাজিরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। এই ব্যক্তি মিথ্যে খবর রটিয়ে বলছেন আমি এজেন্সির হয়ে কাজ করি। এই অসত্য তথ্য আমার প্রাণের ঝুঁকির কারণ হতে পারে।” তিন দিন আগে করা এটাই ছিল বাবর কাদরির শেষ টুইট। এরপর গতকাল সন্ধ্যায় মারা যান তিনি।
আরও পড়ুনঃ রিপাবলিক ভারতের সম্পাদককে চড় কষালেন সহ সাংবাদিকই
গুলিতে আহত হওয়ার পরই তরুণ আইনজীবি কে স্থানীয় এসকেআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখনই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় বাবর কাদরির।
আরও পড়ুনঃ চুক্তির শর্ত মানছে না রাফাল নির্মাণকারী সংস্থাঃ সিএজি
গত ২৪ ঘণ্টায় এই নিয়ে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটলো। এর আগে বুধবার রাতে দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হন ভূপিন্দর সিং নামের এক ব্যক্তি, বুদগাম জেলার ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন তিনি।
দুই ঘটনাতেই তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। এই দুই ঘটনার মধ্যেই কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা। পলাতক আততায়ীদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584