SSC: উপদেষ্টা কমিটির ৪ সদস্যকে আজই সিবিআই দপ্তরে নিয়ে যেতে পুলিশকে নির্দেশ আদালতের

0
77

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

 

স্কুলে শিক্ষক ও কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় আরও কড়া নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। কমিশনের উপদেষ্টা কমিটির চার সদস্যকে মঙ্গলবার দুপুরেই সিবিআইয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য পুলিসকে নির্দেশ দিল সিঙ্গল বেঞ্চ।

 ssc case single bench ordered police
কলকাতা হাইকোর্ট

 

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, কমিটির দুই সদস্য সুকান্ত আচার্য এবং প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়কে দুপুর ২টোর মধ্যে হাজির করতে হবে সিবিআই দপ্তরে।  বিধাননগর পুলিশ কমিশনারেটকে এই বিষয়টি নিশ্চিত করতে হবে। এবং দুপুর ৩টের মধ্যে উপদেষ্টা কমিটির বাকি দুই সদস্য অলোককুমার সরকার এবং তাপস পাঁজাকে হাজির হতে হবে সিবিআই দফতরে। তাঁদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে নিয়ে যাওয়ার দায়িত্ব আদালত ন্যস্ত করেছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল)-এর ওপর।

 আরও পড়ুনঃ দিল্লির ধর্ম সভায় মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরার নিদান যাতি নরসিংহানন্দের, দায়ের হল অভিযোগ

এই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন উপদেষ্টা কমিটির ওই চার সদস্য। দুপুরে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সময় দিয়েছেন তাঁদের। উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করেছিল রাজ্য সরকার।  সেই কমিটির আহ্বায়ক ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। এবং কমিটির বাকি চার সদস্য ছিলেন সুকান্ত আচার্য, প্রবীর বন্দ্যোপাধ্যায়, অলোক সরকার  এবং তাপস পাঁজা।  গত সপ্তাহে হাই কোর্টের নির্দেশে রাত ১১টায় সিবিআইয়ের মুখোমুখি হন শান্তিপ্রসাদ। গত শুক্রবার ওই চার জনকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে যেতে বলা হলেও তাঁরা হাজির হননি।

আরও পড়ুনঃ প্রতিদিন ‘বিকাশ’ জ্বালানির দামে, ১৩ দিনে ১১ বার দাম বাড়লো পেট্রোল -ডিজেলের

 

সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এ নিয়ে প্রশ্ন তোলেন।  তাঁর মন্তব্য, ডিভিশন বেঞ্চ যে হেতু এখনও কোনও নির্দেশ দেয়নি তাই ওই চার জনকে তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে। তাই মঙ্গলবারই তাঁদের সিবিআই দফতরে যেতে বলা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here