সুদীপ পাল, বর্ধমানঃ
৩১ অক্টোবর রেল বোর্ডের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুসারে, অবলুপ্ত হতে চলেছে বেশ কিছু পদ। এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে আসানসোল ডিভিশনের শ্রমিক কর্মীদের একাংশের মধ্যে। পড়ে থাকা একাধিক শূন্যপদগুলোকে পূরণ না করে কেন পুরনো পদের অবলুপ্তি ঘটানো হচ্ছে, তা নিয়ে নানা শ্রমিক সংগঠন প্রশ্ন তুলছে।
পূর্ব রেলের মোট ১৮৯২ টি পদের অবলুপ্তি ঘটানো হচ্ছে। এর মধ্যে ৩০৬টি আসানসোল ডিভিশনে। কোন কোন বিভাগের, কী কী পদ বিলুপ্ত হচ্ছে তা অবশ্য এখনও জানানো হয়নি।
ইস্টার্ন রেলওয়ে মেনস্ ইউনিয়নের আসানসোল শাখার সম্পাদক সুধীর রায় বলেন, রেলের নিরাপত্তা সংক্রান্ত কোনও পদ বিলুপ্তি হলে তাঁরা আন্দোলন করবেন। একই অভিযোগ ইস্টার্ন রেলওয়ে মেনস্ কংগ্রেসের আসানসোল শাখার নেতার। তবে ক্ষোভ বা আশঙ্কার কোনও কারণ নেই বলে জানাচ্ছেন আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক রাহুল রঞ্জন। তিনি বলেন, প্রতি বছরই এই ধরনের বিজ্ঞপ্তি জারি হয়। এমন কিছু পদ রেলের আছে যেগুলি এখন আর কোনও প্রয়োজন নেই। সেগুলি অবলুপ্ত হতে চলেছে।
শ্রমিক নেতারা অবশ্য রেল কর্তাদের কথায় আশ্বস্ত হচ্ছেন না। তাঁদের দাবি, কোন বিভাগের কোন পদ অবলুপ্তির প্রস্তাব পাঠানো হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, না হলে আন্দোলনে রাস্তায় নামবেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584