ভিড় এড়াতে টায়ার দিয়ে নির্দিষ্ট জায়গা চিহ্নিত দোকানে

0
65

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

marking distance | newsfront.co
টায়ার দিয়ে চিহ্নিত জায়গা। নিজস্ব চিত্র

দেশ জুড়ে করোনা আতংকে ভুগছে রাজ্যসহ সারা বিশ্ব। জরুরী পরিষেবা ছাড়া সব কিছুই প্রায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। করোনার হাত থেকে নিজেদেরকে আরও বেশি সচেতন করতে, বাঁকুড়ায় দেখা গেল এক নতুন চিত্র।

asish Kundu | newsfront.co
আশিস কুন্ডু, ক্রেতা। নিজস্ব চিত্র

এদিন বাঁকুড়া দোলতলা এলাকায় ভিড় এড়াতে মুদির দোকানের সামনে মানুষের দাঁড়ানোর জন্য টায়ার দিয়ে জায়গা চিহ্নিত করা হল। প্রতিটি টায়ারকে দুই ফুট দূরত্বে রাখা হল। যাতে ক্রেতারা একে অপরের থেকে দু-ফুট দূরে দাঁড়াতে পারে।

আরও পড়ুনঃ করোনা রুখতে দোকানের সামনে লক্ষণ গন্ডী প্রশাসনের

Haradhan Man | newsfront.co
হারাধন মান, মুদি ব্যবসায়ী। নিজস্ব চিত্র

কেননা এই জায়গায় দূরত্ব বজায় রাখলে অনেকখানি সাবধানতা অবলম্বন করা যাবে। তবে দোকানদারদের দেওয়া টায়ার দিয়ে ঘেরা দু-ফুট দূরত্বের এই লাইনে দাঁড়িয়ে করোনা আতংক থেকে সতর্ক থাকা যাবে, এমনটাই মনে করছে মুদির দোকানে আসা সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here