নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আজ শুক্রবার থেকে মেদিনীপুর কলেজ কলিজিয়েট স্কুল ময়দানে শুরু হলো রাজ্য হস্তশিল্প মেলা ২০১৮-১৯। চলবে ৩রা মার্চ পর্যন্ত। এদিন মেলার উদ্বোধন করেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন জেলা শাসক পি মোহন গান্ধী। মেলায় বিভিন্ন জেলার হস্ত শিল্পীরা তাঁদের পশরা নিয়ে এসেছেন।সেখানেই তৈরি করছেন শিল্পের নানা পণ্য। রাজ্য ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলার মাঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা তাদের তৈরী পণ্য বিক্রয় করে।এর মাধ্যমে যেমন হারিয়ে যাওয়া কুটির শিল্পের প্রান ফিরে পায়,তেমনি গ্ৰামীন অর্থনীতির বিকাশ ঘটে।
গতকালের কাশ্মীর উপত্যকায় ঘটে যাওয়া আত্মঘাতী জঙ্গি হামলার প্রাণ হারিয়েছে ৪২ জন আধাসামরিক বাহিনীর জওয়ান,আহত হয়েছে শতাধিক জওয়ান।তাই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শহীদ বেদীতে মাল্যদান করে অনাড়ম্বর ভাবে মেলার উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
আরও পড়ুনঃ আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনের সুবর্নজয়ন্তী বর্ষ উদযাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা,সহ সভাধিপতি অজিত মাইতি,দপ্তরের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584