কাটোয়ায় পরিবহন দপ্তর তৈরির কাজ শুরু

0
381

শ্যামল রায়,কাটোয়াঃ

কয়েক মাস আগে রাজ্য পরিবহণ দফতরের মন্ত্রী শুভেন্দু অধিকারী কাটোয়ায় এসে ঘোষণা করেছিলেন যে এখানে সহকারি পরিবহন দপ্তরের নতুন ভবন তৈরি হবে।মন্ত্রীর ঘোষণার কয়েক মাস বাদেই প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে সহকারি পরিবহন দপ্তর তৈরীর কাজ শুরু হলো।প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে, কাটোয়া মহকুমা আদালত চত্বরে পুরনো যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের অফিস ছিল সেখানেই এই সহকারি পরিবহন দপ্তরটি গড়ে উঠবে।এখানে একটি র‍্যাম্পও তৈরি করা হবে।যেখানে সরাসরি দুই চাকাসহ চারচাকা গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবে সকলেই এখান থেকেই নতুন লাইসেন্স তৈরি গাড়ির ফিটনেস সংক্রান্ত যাবতীয় কাজ হবে এই নতুন পরিবহন দপ্তর থেকে।এখানে থাকবেন একজন সহকারি পরিবহন আধিকারিক একজন মটর ভেহিক‍্যালস ইন্সপেক্টর ও চারজন মহকুমাশাসক দপ্তরের কর্মী।ড্রাইভিং টেস্ট হবে কাটোয়া শহরের আর এম সি  মার্কেটে।
বড় গাড়ির ফিটনেস সংক্রান্ত পরীক্ষা আর এম সি মার্কেটেই করা হবে।বুধবার কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করা হয়েছিল যে,পরিবহন সংক্রান্ত কাজের জন্য তাদের বর্ধমান অথবা কালনায় ছুটতে হয়। তাই কাটোয়াতে একটি পরিবহন দপ্তরের অফিস হলে ভালো হয়। মন্ত্রী শুভেন্দু অধিকারী সেই কাজকে সরকারি অনুমোদন দেওয়ায় আমাদের ভীষণ ভালো লাগছে।আগামী ৩ সেপ্টেম্বর এর মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করছেন।প্রসঙ্গত গাড়ির লাইসেন্স তৈরি নবীকরণ ফিটনেস সার্টিফিকেট প্রভৃতি কাজ হবে এই অফিস থেকে এর ফলে সাধারণ মানুষ পরিষেবা পেতে দুর্ভোগে পড়তে হবে না।
আরো জানা গিয়েছে যে এই অফিসটির কাজ শেষ হলে উদ্বোধনকালে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারি আসবেন। এলাকার মানুষ এবং পরিবহন দপ্তরের কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন তারাও ভীষণ খুশি বলেছেন যে সময় কম লাগবে এবং অর্থ অপচয় হাত থেকেও আমরা বাঁচতে পারব তাই এখন আশায় বুক বেঁধেছি কবে নাগাদটি কাজ শেষ হয়ে অফিসটি চালু হয়। মহকুমাশাসক সৌমেন পাল জানিয়েছেন যে পি ডাবলু ডি বিভাগ এই কাজটি করবে।তিনি জানিয়েছেন যে দ্রুত পরিবহন দপ্তরের নতুন ভবনের কাজ শেষ হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here