শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
আজ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তিনদিনের একতাই সম্প্রীতি উৎসব দক্ষিণ দিনাজপুর জেলা পর্যায় শুরু হল। আজ বিকেল ৪.৩০ নাগাদ বালুরঘাট হাইস্কুল মাঠে এই অনুষ্ঠানটির সুচনা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক দীপাপ প্রিয়া পি, অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়েক, অতিরিক্ত জেলা শাসক মৃন্ময় বিশ্বাস, বালুরঘাটের মহকুমা শাসক ঈশা মুখার্জী সহ বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানে বক্তাদের কথায় একাধারে যেমন বাংলার সম্প্রীতির কথা উঠে এসেছে তেমনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের যে সকল প্রকল্পগুলি আছে সেই প্রকল্প গুলির কথা আলোচনা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে বিভিন্ন স্টলের মধ্যে দিয়ে সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নের কথাও উঠে এসেছে।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ার পেজে পুজো
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584