কমিশনের নির্দেশিকা পাওয়ার পর জোর কদমে চলছে কাজ

0
86

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ভোটার তালিকায় নাম সংযোজন,বিয়োজন, সংশোধন,বিধানসভা কেন্দ্রের মধ্যে স্থান পরিবর্তনের জন্য এখনও পর্যন্ত যত আবেদন জমা পড়েছে তা ৭ মার্চের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এই নির্দেশিকা পাওয়ার পর জোরকদমে সেই কাজ করছে। ব্লকস্তরে বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে চেকলিস্ট মিলিয়ে সেই কাজ করছেন। জেলা প্রশাসন সূত্রে খবর,এই কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতে আজ জেলাশাসক বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন।মানোন্নয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা যাবে।তবে নির্বাচন ঘোষণা হয়ে গেলে শুধুমাত্র ভোটার তালিকায় নাম তোলা যাবে,নাম বাদ দেওয়া বা অন্যান্য কাজ করা যাবে না।এখন যেসব আবেদন জমা পড়ছে সেই নাম নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে ভোটার তালিকায় উঠবে। জেলা নির্বাচন দপ্তরের ওসি সমীর দে বলেন, নির্বাচন কমিশন থেকে নির্দেশ এসেছে ৭ মার্চের মধ্যে ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজন, সংশোধন, বিধানসভা কেন্দ্রের মধ্যে স্থান পরিবর্তন প্রভৃতি বিষয়ে যে পরিমাণ আবেদন জমা পড়েছে সেই সমস্ত আবেদনের নিষ্পত্তি করতে হবে। সেই অনুসারে কাজ চলছে। কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় ভোটার তালিকায় নাম সংযোজন,বিয়োজন,সংশোধন,বিধানসভা কেন্দ্রে মধ্যে স্থান পরিবর্তন প্রভৃতি বিষয়ে মোট ৭৮৮৪টি আবেদনপত্র জমা পড়েছে।ফর্ম ৬,৭,৮, ৮এ প্রভৃতির মাধ্যমে অনলাইনে বা অফলাইনে এই আবেদন এসেছে।সেই আবেদনগুলিরই নিষ্পত্তি ৭ মার্চের মধ্যে করার নির্দেশ দেওয়া হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জমাপড়া আবেদনের মধ্যে এখনও পর্যন্ত ৩৩৪৯টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে।বাকি আবেদনপত্র যাচাই করার কাজ চলছে।
ফর্ম জমাপড়ার পর যে চেকলিস্ট ইস্যু করা হয় সেই চেকলিস্ট নিয়ে এই কাজের জন্য বুথ লেভেল অফিসার নির্দিষ্ট আবেদনকারীর বাড়ি গিয়ে তা মিলিয়ে সবদিক খতিয়ে দেখছেন। সবটা ঠিকঠাক থাকলে ভোটার তালিকায় নাম সংযোজন,বিয়োজন সহ অন্যান্য কাজগুলি হচ্ছে।
প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলায় ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের শুরুতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল।এরপর গত ১৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপরেও ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রক্রিয়া জারি রয়েছে। ১৪ জানুয়ারির পরেও যাদের নাম ভোটার তালিকায় ওঠেনি বা সংশোধন,পরিবর্তনের প্রয়োজন রয়েছে তাঁরাও যাতে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পান সেই কারণেই আবেদনপত্র নেওয়া হচ্ছিল। এবার ১৪ জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারির শেষপর্যন্ত যেসমস্ত আবেদনপত্র জমা পড়েছিল সেই আবেদনগুলিরই নিষ্পত্তি করতে বলা হয়েছে। এরফলে এখনও যাঁদের নাম ভোটার তালিকার বাইরে রয়েছে তাঁদের তালিকাভুক্ত করা সম্ভব হবে।কোনও ভুল থাকলে ভোটার তালিকায় তা সংশোধিত অবস্থায় উঠে আসবে।ধারাবাহিক সংশোধনের মধ্যে এই কাজ করা হচ্ছে।

আরও পড়ুনঃ অনাবাসী ভারতীয়দের ‘ই-ভোটিং’ প্রসঙ্গে ‘ফেক নিউজ’, তদন্ত করে দেখতে বললো নির্বাচন কমিশন
ভোটার তালিকার এই কাজ খতিয়ে দেখার জন্য আজ,বুধবার জেলাশাসকের বৈঠকে বসার কথা রয়েছে।সেখানে সমস্ত ব্লকের নির্বাচন আধিকারিক,ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।প্রশাসন সূত্রে খবর,বৈঠকটি জেলাশাসকের দপ্তরে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here