কাটোয়া থেকে আমোদপুরে ব্রডগেজ রেলপথে শুরু হলো রেল চলাচল

0
124

শ্যামল রায়,বর্ধমানঃ

বহুদিন ধরে আশায় বুক বেঁধেছিলেন যাত্রীসাধারণ। কাটোয়া থেকে বীরভূমের আমোদপুর পর্যন্ত ছোট রেলপথ কবে ব্রডগেজ রেলপথ হবে আর ব্রডগেজ এ চলবে বড় ট্রেন। সেই আশা পূরণ হল বৃহস্পতিবার। এদিন সকালেই কাটোয়া জংশন থেকে আমোদপুর এ ব্রডগেজ রেলপথে ট্রেন চলাচল শুরু করলো। কিন্তু কোনোরকম পদাধিকার ব্যাক্তি ছিলেন না ছিলনা কোন অনুষ্ঠান। অতি সাধারন ভাবেই কাটোয়া থেকে আমোদপুর শুরু হল ট্রেন চলাচল।
রেল সূত্রে জানা গিয়েছে যে হঠাৎ করেই একটি বিজ্ঞপ্তির ভিত্তিতে এদিন থেকে ট্রেন চলাচল শুরু করলো বড় রেলপথে।
কাটোয়া থেকে আমোদপুর পর্যন্ত দীর্ঘ ৫২কিলোমিটার রেলপথের দীর্ঘতা। খুশিতে আপ্লুত রেল যাত্রী সাধারণ।


তবে ব্রডগেজ রেলপথে ট্রেন চলাচল শুরু হতেই মহেশপুর গ্রামে রেলস্টেশনে দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বিকেলে মহেশপুরে রেলস্টেশনের দাবিতে এলাকার মানুষ অবরোধ করেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে মহেশপুর থেকে কাটোয়া এবং আমোদপুর যেতে বাস যোগাযোগই তাদের একমাত্র অবলম্বন। এখান থেকে সঠিক সময়ে নিয়মিতভাবে কোন যানবাহন নাবিলার কারণে চরম দূর্ভোগে পরতে হয় স্থানীয় মানুষজনকে। তাই এলাকাবাসীর দাবি কাটোয়া থেকে আমোদপুর পর্যন্ত ট্রেন চলাচল যখন শুরু হয়েছে তখন মহেশপুরে একটি রেলইস্টেশন তৈরি করা হোক। তাহলে এত দো অঞ্চলের হাজার হাজার মানুষের যাতায়াতের ক্ষেত্রে ভীষণ সুবিধে হবে। তবে মহেশপুর রেলস্টেশন হবে আশ্বাস দিয়েছে রেলকর্তৃপক্ষ এমনটাই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। আশায় বুক বেঁধেছেন মহেশপুরের বাসিন্দারা যে আগামী দিন রেল দপ্তর তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাবেন এবং রেলস্টেশন তৈরি হবে।

যাত্রা শুরুর প্রস্তুতি

একটি নতুন অধ্যায়ের সূচনা হলো এদিন থেকে। কাটোয়া থেকে আমোদপুর পর্যন্ত ছোট রেলপথের সমাপ্তি ঘটল এবং ব্রডগেজ রেলপথ বড় ট্রেন চলাচল শুরু করলো।
তবে যাত্রীসাধারণ দাবি তুলেছেন যে শুধুমাত্র একটি ট্রেন দিয়েই যাত্রীসাধারণকে সন্তুষ্ট করলে চলবেনা একাধিক ট্রেন এই রেলপথে চালু হোক দাবি জানিয়েছেন যাত্রীসাধারণ থেকে স্থানীয় বাসিন্দারা।
তবে এটাও দাবি তুলেছেন যে কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত আরো একাধিক ট্রেন চলাচলের দাবিও জানানো হয়েছে যাত্রীসাধারণের তরফ থেকে।
রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি পুরবধী মুখোপাধ্যায় জানিয়েছেন যে আমরা দীর্ঘদিন ধরে যাত্রীসাধারণের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলন করে আসছি। কাটোয়া থেকে কাটোয়া আমোদপুর কাটোয়া বর্ধমান এ একাধিক ট্রেন চলাচল করলে যাত্রীসাধারণের সুবিধা যেমন হতো তেমনি রাজস্ব আয়েও বার্তোলির দপ্তরের। তিনি আশাবাদী আগামী দিন রেল দপ্তর তাদের যাত্রীসাধারণের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাবেন এবং একাধিক দিন চলবে এই দুটি রেলপথে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here