গণনা কেন্দ্রে বিরোধীদের ঢুকতে না দেওয়ার প্রতিবাদে ধর্ণা নদীয়ায় উৎসবের মেজাজ বর্ধমানে

0
84

শ্যামল রায়,নদীয়া ও বর্ধমানঃ
বৃহস্পতিবার সকাল আট থেকেই ভোট গণনার কাজ শুরু হয়েছে। গণনা কেন্দ্রে বিরোধী এজেন্টের ঢুকতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ উঠেছে। যদিও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে গণনা কেন্দ্রগুলিতে।
বেশিরভাগ জায়গাতেই শাসক দলের কর্মী-সমর্থকদের জমায়েত এবং উৎসবের মেজাজ নিয়েছে নদীয়ার স্বরুপগঞ্জ হাঁসখালি কৃষ্ণনগর শান্তিপুর করিমপুর প্রভৃতি স্থানে অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১নম্বর ব্লকের ভবতারিণী রায় বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের মেজাজে মেতেছেন কর্মীসমর্থকরা
। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২নম্বর ব্লকের গণনা কেন্দ্র বিরোধীদের ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ।
অন্যদিকে পূর্বস্থলী১ নম্বর ব্লকে শান্তিতেই চলছে ভোট গণনা।

নিজস্ব চিত্র।

মন্তেশ্বর কালনা মেমারি বর্ধমান উত্তর-দক্ষিণে বহু জায়গায় বিরোধী ঢুকতে দেয়া হয়নি।
নদীয়া জেলার ফুলিয়া গণনা কেন্দ্রে এজেন্টের ঢুকতে বাধা দেয়া হয়েছে হাঁসখালি তেও বিরোধীদের রাস্তা থেকে বাড়িতে ফিরিয়ে দেয়া হয়েছে এজেন্টের।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে নদীয়া জেলাতে ভোটের বলি হয়েছেন তিনজন তৃণমূল কর্মী। জখম হয়েছেন অনেকেই ভূত দখল ব্যালট বাক্স পুড়িয়ে দেয়ার অভিযোগে সরগরম হয়েছিল নদীয়াজেলা।
অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর পূর্বস্থলী 2 গোলসি মেমারিতে মোট ১৬ টি বুথে পুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নদীয়াজেলা তো ৬০টি বুথে পুনঃনির্বাচন হয়েছে।
জানা গিয়েছে যে সারা রাজ্য জুড়ে রয়েছে কুড়িটি জেলাপরিষদ।
আসন সংখ্যা ৮২৫ টি ভোট হয়েছে ৬২১ টিতে।
পঞ্চায়েত সমিতির সংখ্যা ৩২৯ টি। মোট আসন ৯ ২১৭ টি। ভোট হয়েছে ছয় ৬১১৯টি।
গ্রামপঞ্চায়েত সংখ্যা ৩২১৫ টি আসন সংখ্যা ৪৮৬৫০ভোট হয়েছে ৩১৭৮৯টি আসনে।
ব্যাপক পুলিশি পাহারায় ভোট হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here