নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সে রায়গঞ্জ পুরসভার কাজের হালহকিকতের খোঁজ নিল রাজ্য প্রশাসন।রাজ্যের পুর ও নগরোন্নয়ন বিভাগের যুগ্ম সচিব, ডিরেক্টর ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে এদিন ভিডিও কনফারেন্স করলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।
পুরসভার নানা বিষয়ে আলোচনার সঙ্গে এলাকায় করোনা ভাইরাস মোকাবিলায় রায়গঞ্জ পুরসভা কি কি করছে, এসব আলোচনা হয়। পুরসভা সূত্রে খবর, রায়গঞ্জ পুরসভার সার্বিক কাজকর্মে খুশি রাজ্যের পুর আধিকারিকরা।
আরও পড়ুনঃ কেরালা থেকে বহরমপুরে ফিরলেন পরিযায়ী শ্রমিকরা
রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলা এখনও গ্রিন জোনে। রায়গঞ্জ পুরসভার নজরদারি ও লকডাউনের সময় পুরসভার কাজেও সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের পুর কর্তারা। এদিন পুরসভার মিটিং হলে ভিডিও কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান ছাড়াও কয়েকজন কাউন্সিলার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584