রামপুরহাটে অগ্নিসংযোগে ১০ জনের মৃত্যু তদন্তে সিট, ক্লোজ করা হল ওসি, অপসারিত এসডিপিও

0
122

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

রামপুরহাটের ঘটনায় সিট গঠন করার নির্দেশ দিল রাজ্য সরকার। ক্লোজ করা হল রামপুরহাট থানার ওসি-কে, অপসারণ করা হল এসডিপিও-কে। এই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংহ এবং জিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ।

Rampurhat TMC Leader murder
ছবিঃ এবিপি

বোমা হামলায় তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ বীরভূমের রামপুরহাট। বকটুই গ্রামে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ১০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে অগ্নিদগ্ধ বাড়িগুলি থেকে। দমকল বাহিনী উদ্ধার করে এই মৃতদেহগুলি।

সোমবার রাতেই দমকল বাহিনী তিন জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে আরও সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই সাত জনই একটি বাড়িতে ছিলেন। দমকলের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ বিশ্ব বাংলার লোগো কেন স্কুলের পোশাকে! হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়েছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। যাচ্ছে ফরেন্সিক দল। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে সিআইডি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here