নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আরও জোরালো হতে চলেছে কেন্দ্র-রাজ্য সংঘাত। তিন জন আইপিএস আধিকারিককে কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক, এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার কথা ভাবছে রাজ্য সরকার। ইতিমধ্যেই আইনজ্ঞদের পরামর্শ নিতে শুরু করেছে রাজ্য সরকার।

সংঘাতের সূত্রপাত ডায়মন্ড হারবারের শিয়াকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার কনভয়ে হামলার ঘটনা থেকে। এ বিষয়ে রিপোর্ট চেয়ে ১৪ ডিসেম্বর রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও সশরীরে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি পাঠান আলাপন বন্দ্যোপাধ্যায়। তাতে জানানো হয়, এই মুহূর্তে তাঁদের দিল্লি যাওয়া সম্ভব নয়। একইসঙ্গে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রকে প্রয়োজনীয় রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ এনওসি দিতে নারাজ নবান্ন! আইপিএস অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনে বদলি মানছে না রাজ্য
এই হামলার সময় তিন আইপিএস অফিসার রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভোলানাথ পাণ্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তারপরই এই তিন অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনের নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকের জন্য আজই স্বরাষ্ট্রসচিবের তরফে নর্থব্লকে ডেকে পাঠানো হয়েছিল রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে।
দিল্লিতে শরীরে উপস্থিতির বদলে ভার্চুয়াল বৈঠকে প্রস্তাব দেয় রাজ্য। জানা গিয়েছে, সেই প্রস্তাবে রাজি হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সম্ভবত আজই বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সঙ্গে ভার্চুয়ালভাবে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্র।
আরও পড়ুনঃ কালীঘাটে শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো
এই তিন আইপিএস বদলি ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে আইনি পথে লড়াইকেই গুরুত্ব দিচ্ছে পশ্চিমঙ্গ সরকার। শীর্ষ আদালতে তিন জন আইপিএস আধিকারিকের ডেপুটেশন সংক্রান্ত নির্দেশের উপর আদালতের স্থগিতাদেশ চাইবে রাজ্য সরকার। আইপিএসদের ডেপুটেশন ইস্যুতে কেন্দ্রের প্রাধান্য আটকাতেই রাজ্য সরকারের এই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ার ভুক্ত বিষয়, তাতে কেন্দ্র হস্তক্ষেপ করছে বলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এইসব বিষয় নিয়ে ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। এবার তা আইনি পথে মোকাবিলার ভাবনায় নবান্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584