শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
জেলার প্রাথমিক স্কুলের ডিআই এবং এসআইদের নিয়ে বৈঠক করলেন রাজ্য প্রাথমিক পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য ও জেলাশাসক নিখিল নির্মল।
সময়ের সাথে হারিয়ে যাওয়া গ্রামগঞ্জের লোকখেলাকে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক স্কুলের ডিআই এবং এসআইদের সাথে বৈঠক করলেন রাজ্য প্রাথমিক পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য ।
আরও পড়ুনঃ সরস্বতী পূজা ঘিরে সমাজের পাশে দাঁড়াল মেদিনীপুরের ক্লাব
বৈঠকে শিশুদের বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়াতে এই দিন রাজ্য শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য হারিয়ে যাওয়া খেলা দাড়িয়াবান্দা, কানামাছি, রুমাল চুরি, কিৎ কিৎ, চোর পুলিশ, লাফ দড়ি-সহ প্রায় ১০-১৫ রকমের গ্রাম্যখেলাকে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে পুনরায় ফিরিয়ে আনার বিষয়ে আলোকপাত করেন।
পাশাপাশি বৈঠকে শিশুর শরীর ও মনের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব যে অপরিসীম সেই বিষয়টিও তুলে ধরেন রাজ্য শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য।
এ দিনের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল, গঙ্গারামপুরের মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584