চাষীর কাছ থেকে সরাসরি ধান কিনবে রাজ্য সরকার

0
72

শ্যামল রায়,বর্ধমানঃ
২০১৮ থেকে২০১৯ আর্থিক বর্ষে পূর্ব বর্ধমান জেলায় সহায়ক মূল্যে ধান কেনা শুরু হবে আগামী পয়লা নভেম্বর থেকে।জেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে রাজ্য সরকার এবার পূর্ব বর্ধমান জেলায় ধান কেনা টার্গেট দিয়েছে চার লক্ষ ৭০ হাজার মেট্রিক টন।ইতিমধ্যেই ধান কিনার প্রস্তুতি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে।খাদ্য দপ্তর এর তরফ থেকে সি পি সি তে সরাসরি চাষীদের কাছ থেকে ধান কিনবে।পূর্ব বর্ধমান জেলার খাদ্য নিয়ামক দপ্তরের আধিকারিক দেব মাল্য বসু জানিয়েছেন যে এ বছর চাষীদের সহায়ক মূল্যে ধান কেনা হবে প্রতি কুইন্টাল ১৭৭০ টাকা দরে,অর্থাৎ সরকারি সহায়ক বললে প্রতি কুইন্টাল ধানের দাম স তেরশো পঞ্চাশ টাকা সেন্টারে এলে অতিরিক্ত আরো কুড়ি টাকা করে দেয়া হয়েছে অর্থাৎ মোট ১৭৭০ টাকা পাবেন চাষিরা।ইতিমধ্যেই যারা ধান কেনার সঙ্গে কর্মীরা যুক্ত থাকবেন তাদেরকে প্রশিক্ষণের দেয়ার কাজ শেষ হয়েছে।প্রত্যেক কর্মীকে কম্পিউটার এবং টপ দেওয়া হয়েছে।
আরো জেলা সূত্রে জানা গিয়েছে যে ইতিমধ্যে ৪৫ টি রাইস মিলের সাথে খাদ্য দপ্তরের চুক্তি হয়ে গিয়েছে।আরো ২৫ টি রাইস মিলের সাথে রাজ্য সরকারের চুক্তি হবে।অনলাইনে ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন এর কাজও শেষ হয়েছে। ইতিমধ্যে ৩৪১৫ জন চাষী ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছেন।আবার ২৬ অক্টোবর থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে।ধান কেনার কাজ শুরু হবে পহেলা নভেম্বর থেকে।
খাদ্য দপ্তর এর তরফ থেকে ধান কেনা টার্গেট দেয়া হয়েছে জেলাকে তবে জেলা আগেই টার্গেট পূরণের জন্য সমস্ত রকম তৎপরতা শুরু করে দিয়েছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে।প্রতিটি ব্লকে সিপিসি খুলে ধান কিনবে খাদ্য দপ্তর এর তরফ থেকে।

আরও পড়ুনঃ ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here