করোনা মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ রাজ্য, তোপ দাগলেন রাজু বিস্তা

0
45

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

বৃহস্পতিবার দুপুরে বিমানে দিল্লি থেকে ফেরেই করোনা মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।

Raju Bista | newsfront.co
নিজস্ব চিত্র

বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকের মুখোমুখি হয়ে রাজু বলেন, ‘করোনা মোকাবিলায় রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। সেই কারণে করোনায় রাজ্যের মৃত্যুহার বেশি। লকডাউনের প্রথম দিন থেকে রাজ্যজুড়ে লকডাউন উপেক্ষা করা হচ্ছে। মনে হচ্ছিল যে গোটা রাজ্য উৎসব চলছে। কোথাও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। মানুষজন বাজারে এমনি ঘুরে বেড়াচ্ছে।’

আরও পড়ুনঃ কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিজেপি সাংসদদের রাজনীতির জন্য বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না।’ তিনি জানান, ‘যারা ভিন রাজ্য থেকে এসেছেন, তাদের করোনার গাইডলাইন মেনে চলতে হবে। তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।’ কয়েকদিন শিলিগুড়িতে থাকবেন সাংসদ। এরপর দার্জিলিঙে তার বাড়িতে থাকবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here