কেন্দ্রর প্রকল্পে বরাদ্দ অর্থ লুঠ করছে রাজ্য দাবি দেবশ্রীর

0
55

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা বিভিন্ন খাতে পশ্চিমবঙ্গ সরকারকে দিলেও রাজ্য সরকার তার একটিও বাস্তবায়ন করতে পারছে না। আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী। মন্ত্রী বলেন, সিপিএম জামানা শেষের দিকে যেভাবে তারা লুটপাট করে খাচ্ছিল কেন্দ্রের প্রকল্পের বরাদ্দ। এই রকম ভাবেই বর্তমানে রাজ্য সরকার সব টাকা লুটপাট করে যাচ্ছে। এরা শুধু গলার জোরে আর গায়ের জোরে টিকে আছে।

state is robbing the funds allocated for the center project
দেবশ্রী চৌধুরী। নিজস্ব চিত্র

দেবশ্রী চৌধুরী বলেন গতকাল একজন প্যারা টিচার অনশন মঞ্চে মারা গেলেন। একজন মহিলার শাসিত মুখ্যমন্ত্রীর রাজ্যে একজন মহিলা অনশন মঞ্চে মারা গেলেন, যিনি কিনা অনশনের মধ্য দিয়ে মানুষের অনুভূতি সহানুভূতি আদায়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তিনি মনে করলেন না এই সমস্ত শিক্ষকদের পাশে তার যাওয়া দরকার ছিল। উনাদের বোঝানোর দরকার ছিল।

দেবশ্রী চৌধুরী বলেন পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত ভয়াবহ। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানে, দোকানদার থেকে শুরু করে ব্যবসায়ীরা জানে, ধমকানো চমকানি তোলা দিতে দিতে এরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তাই তারা এখন এই সরকারের মুক্তি চায়।পশ্চিমবঙ্গের সন্ত্রাস অপশাসনের বিরুদ্ধে মানুষ এর রায় আগামী বিধানসভা উপনির্বাচনে পড়বে বলে মনে করেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন যেভাবে লাগামছাড়া মূল্য বৃদ্ধি হচ্ছে সেই মূল্যবৃদ্ধির আনার জন্য কেন্দ্র সরকারের যতটা দায়িত্ব ততটা দায়িত্ব বর্তায় রাজ্য সরকারেরও। তিনি বলেন এই রাজ্যে মিডিল ম্যানদের কারণে লাগামছাড়া মূল্যবৃদ্ধি হচ্ছে। মিডিল ম্যানদের ঢাকতে রাজ্য সরকারের মদতে এই মূল্যবৃদ্ধি হচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন কেন্দ্রীয় সরকার সবসময় ভাবছে মূল্যবৃদ্ধিকে কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় এবং গোটা দেশের কৃষক থেকে শুরু করে শ্রমিক ও সাধারণ মানুষ জীবনকে কিভাবে স্মুথ করা যায় সেই চেষ্টা কেন্দ্র সরকার সব সময় নিচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here