বারবিশায় কালীপুজোর মেলা উদ্বোধনে রাজ্যের পর্যটন মন্ত্রী

0
41

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বারবিশা বিবেকানন্দ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ কালীপুজো উপলক্ষ্যে আয়োজিত মেলার উদ্বোধন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

State Tourism Minister inaugurating the puja fair
নিজস্ব চিত্র

সোমবার সন্ধ্যায় ফিতে কেটে মেলার প্রবেশদ্বারের উদ্বোধন করেন গৌতম বাবু।

State Tourism Minister inaugurating the puja fair
নিজস্ব চিত্র

এরপর প্রদীপ জ্বালিয়ে মেলার মুক্তমঞ্চের উদ্বোধন করেন তিনি।

State Tourism Minister inaugurating the puja fair
আলোকসজ্জা। নিজস্ব চিত্র

মন্ত্রী ছাড়াও এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন বিভাগের রাজ্য উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা, কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার, ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেশমা কিস্কু-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

State Tourism Minister inaugurating the puja fair
ভক্তদের ভিড়। নিজস্ব চিত্র

এ দিন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, “অসম ও ভুটান থেকেও প্রচুর মানুষ এই মেলায় উপস্থিত হন। মানুষে মানুষে ভাবের আদান-প্রদান হয়। মুখ্যমন্ত্রী বলেছেন, মানুষের কাছে যাও। মানুষের কাছে গিয়ে তদের হৃদস্পন্দন অনুভব করার চেষ্টা করো। আমরা সেই চেষ্টাই করছি।”

State Tourism Minister inaugurating the puja fair
৩৩ ফুট উচ্চতার প্রতিমা। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, ৩৩ ফুট উঁচু কালী মূর্তি, ভারত বিখ্যাত অজন্তা সার্কাস, রকমারি দোকানপাট- মেলার মূল আকর্ষণ।

State Tourism Minister inaugurating the puja fair
বক্তব্য রাখছেন গৌতম দেব। নিজস্ব চিত্র

এছাড়াও রক্তদান শিবির, শীতবস্ত্র বিলির মতো সামাজিক কর্মসূচিও রয়েছে।

State Tourism Minister inaugurating the puja fair
পর্যটন মন্ত্রী গৌতম দেব। নিজস্ব চিত্র

সূত্রের খবর, মেলায় কড়া পুলিশি নজরদারি ছাড়াও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here