নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দিন দুপুরে শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটলো মেদিনীপুর শহরের ৮ নং ওয়ার্ডের হবিবপুরের চাষী পাড়ায়। মেদিনীপুরের হবিবপুর নিবাসী মনিকাঞ্চন রায় , পেশায় শিক্ষক, বিভিন্ন সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখেন । আজ বুধবারও এরকম একটি সামাজিক সংগঠনের অনুষ্ঠানে ছিলেন।
ওনার স্ত্রী প্রিয়াঙ্কা মাইতি (রায়) একটি বেসরকারী স্কুলে চাকরী করেন। অন্যদিনের ন্যায় বাড়ী ফিরে ব্যাগপত্র নিজের বিছানায় রেখে ঠাকুরঘরে পুজো করতে যান । সেই সময় ব্যাগ সহ মোবাইল,টাকা কড়ি, এটিম কার্ড,প্যান কার্ড , পাওয়ার ব্যাংক,সহ আরো কিছু নথি চুরি হয় । বাড়িতে অসুস্থ মাকে দেখাশোনার কাজে ব্যাস্ত ছিল মনিকাঞ্চনের বাবা। এরই ফাঁকে দোতলাতে উঠে চুরি অস্বাভাবিক ঘটনা। দিনদুপুরে এরকম চুরির ঘটনায় হতবাক পরিবারের সদস্যরা।
ঘটনাটির খবর পেয়ে মণিকাঞ্চন রায় বড়ি ছুটে আসেন এবং বন্ধুদের সাথে নিয়ে কোতওয়ালী থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তৎক্ষণাৎ পুলিশ বাড়িতে এসে তদন্তকরেন ।
আরও পড়ুনঃ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, অভিযোগ স্বামী শ্বশুর বাড়ির বিরুদ্ধে
বাড়ির আশে পাশের লোকের বক্তব্য দুপুরবেলা একটি মহিলা সঙ্গে একটি মেয়েব একটি ছোটো ছেলেকে নিয়ে সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করেতে দেখেছেন। ওদের বাড়ীর লোকের দাবি পুলিশ যথাযথ তদন্ত করে এর সুরাহা করুক। তাতে আমরা উপকৃত হবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584