মনিরুল হক, কোচবিহারঃ
মন্দিরে বিগ্রহ চুরির অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পুলিশের ভূমিকা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা এক দিনের ব্যবসা বন্ধের ডাক দেয়।
ঘটনাটি ঘটেছে কোচবিহার মাথাভাঙ্গা সড়ক পথের ফুলের পার সংলগ্ন বাজার এলাকায়।
এবিষয়ে মন্দিরের পূজারী নিরঞ্জন কর্মকার জানান, আজ সকালে মন্দিরটি খোলা রয়েছে দেখে আমায় একজন ফোন মারফত খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে যাই আমি। এরপর মন্দিরে ঢুকে দেখি ২২ বছরে পুরনো পিতলের যুগল বিগ্রহ গুলি আর নেই। তখন বুঝতে পারি ওই বিগ্রহ গুলি চুরি হয়ে গিয়েছে। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এলাকার ব্যবসায়ী তথা সাধারন মানুষরা জানায়, এধরনের ঘটনায় আমরা আতঙ্কিত, পুলিশ তাঁর সঠিক কাজ না করায় এরকম ঘটনা ঘটছে নিরাপত্তার দাবী নিয়ে আমরা আজ এলাকায় ব্যবসা বন্ধের ডাক দিয়েছি।
আরও পড়ুনঃ অদ্ভুত দর্শন কন্যা শিশুর জন্ম কালিয়াগঞ্জে
ব্যবসায়ী অনিল চন্দ্র বর্মণ বলেন, আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। এখানে বহু ব্যবসায়ী রয়েছে। তাই আমরা চাই এই বাজার এলাকায় পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হোক। তাতে সমস্ত দোকানের সাথে সাথে গোটা এলাকা লাভবান হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584