শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মগজাস্ত্রে করোনাকে ঘায়েল করলেও বার্ধক্যজনিত কারণ ও মস্তিষ্কে স্নায়ুজনিত সমস্যার জেরে ফের কিছুটা শারীরিক পরিস্থিতির অবনতি হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এতদিন পর্যন্ত স্টেরয়েড থেরাপি করে ধীরে ধীরে তা সরিয়ে নেওয়া হচ্ছিল।
হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়াণ অভিনেতার স্টেরয়েডের ডোজ কমাতেই বেড়েছে তাঁর আচ্ছন্ন ভাব, মস্তিষ্কের চেতনা হ্রাসের মত সমস্যা শুরু হয়।
করোনা সরে গেলেও কোভিড এনসেফ্যালোপ্যাথি এখনও আছে অর্থাৎ, মস্তিষ্কের কার্যকারিতা সন্তোষজনক নয়। এটা কবে ঠিক হবে তা এখনই বলতে পারছেন না চিকিৎসকেরা। একই সঙ্গে তার ‘গ্লাসগো কোমা স্কেল’ ফের নামতে শুরু করায় উদ্বেগ ছড়িয়েছে চিকিৎসকদের মধ্যে।
আরও পড়ুনঃ কোভিডের কবলে রিয়ালিটি শো-র জনাকয়েক বিচারক
তবে এতদিন পর্যন্ত পরিস্থিতির উন্নতি হচ্ছিল। ন্যাজাল ক্যানুলা মারফৎ অক্সিজেন দিয়েই তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ ছুঁইছুঁই হয়েছিল। প্রতি দিন ৪ থেকে ৬ লিটার অক্সিজেন দেওয়াও হচ্ছিল তাঁকে। রাইলস টিউব দিয়ে খাবার খাওয়ানোও হচ্ছিল তাঁকে।
আরও পড়ুনঃ এনগেজমেন্ট সারলেন ইমন
মঙ্গলবার সকাল থেকেই ফের পরিস্থিতির পরিবর্তন শুরু হয়। তাঁর স্নায়ু চিকিৎসার জন্য মঙ্গলবার মেডিকেল বোর্ডের সঙ্গে পাঁচ স্নায়ুরোগ বিশেষজ্ঞকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিনেতার চিকিৎসক টিমের ক্রিটিকাল কেয়ার ইউনিট বিশেষজ্ঞ তথা মেডিকেল বোর্ডের প্রধান ডা. অরিন্দম কর জানিয়েছেন, ‘স্টেরয়েড দেওয়ার ফলে ওঁনার সাময়িক উন্নতি হয়েছিল। কিন্তু স্টেরয়েড বন্ধ করতেই সেই উন্নতি থমকে গিয়েছে। তাই আগামী দুদিন আবার তাঁকে স্টেরয়েড দেওয়া হবে। তবে তাঁর কিডনি, যকৃৎ, হার্ট-সহ সমস্ত অঙ্গপ্রত্যঙ্গই ঠিকঠাক কাজ করছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584