অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
সিরিজের প্রথম টেস্টেই লজ্জাজনক হারের জ্বালা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ভারতকে। অস্ট্রেলিয়ার জয়ের সেই ম্যাচে যদিও ব্যাট হাতে কিছু করতে পারেননি বর্তমান সময়ের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ।
এর মধ্যে আবার তিনি হালকা চোটেও আক্রান্ত। তবে চোট নিয়ে চিন্তিত নন স্মিথ। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলতে নামার আগে তিনি খুব উত্তেজিত। স্মিথের উত্তেজনার পরিমাণ এতটাই যে, বক্সিং ডে টেস্ট খেলতে নামলেই শিরদাঁড়া বেয়ে ঠাণ্ডা স্রোত নামে।
৩১ বছরের স্মিথ বক্সিং ডে টেস্ট নিয়ে এখনও আগের মতোই সমান উত্তেজিত থাকেন। ভারতের বিপক্ষে এই টেস্ট হবে মেলবোর্নে এই মাঠেই স্মিথ অনেক রেকর্ড করেছেন।
আরও পড়ুনঃ দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত ওয়ার্নার
সেই মাঠে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট খেলতে নামার আগে স্মিথ বলেন, “ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম বক্সিং ডে টেস্ট খেলার। এ যেন স্বপ্ন সত্যি হওয়া। বক্সিং ডে টেস্টে ব্যাট করতে নামার একটা অন্য তাৎপর্য আছে। দর্শকের চিৎকারের সামনে কেমন যেন শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত নেমে যায়।“
আরও পড়ুনঃ ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি বিক্রি ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারে
অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে ২৯ বলে মাত্র ১ রান করে আউট হন স্মিথ। সেই টেস্ট খেলতে নামার আগে ফিল্ডিং করতে গিয়ে স্মিথের পিঠে চোট লেগেছিল। যদিও সেই চোট খুব বড় নয়।
টেস্টের এক নম্বর ব্যাটসম্যান আরও বলেন, “চোটের জায়গাটা এখনও কিছুটা শক্ত হয়ে আছে, তবে প্রথম টেস্টে খেলার সময় খুব অসুবিধা হয়নি। হাঁটা চলা করলে বা শুয়ে থাকলে কোনো অসুবিধা হচ্ছে না। অনেকক্ষণ বসে থাকলে অসুবিধা হচ্ছে। তবে চোট নিয়ে আমি চিন্তিত নই।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584