সিবিএসই-পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে সম্ভাব্য অষ্টম স্থানে বালুরঘাটের স্থিতপ্রজ্ঞ

0
77

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

stiprogo eight position on madhyamik result
নিজস্ব চিত্র

বালুরঘাটের মুকুটে নতুন পালক।সিবিএসই বোর্ডের দশম শ্রেনীর পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে সম্ভাব্য অষ্টম স্থান লাভ করে বালুরঘাট তথা রাজ্যের নাম উজ্জ্বল করলো বালুরঘাটের ডিএভি আত্রেয়ী পাবলিক স্কুলের ছাত্র স্থিতপ্রজ্ঞ মজুমদার।

বালুরঘাট পৌরসভা এলাকার কুন্ডু কলোনির বাসিন্দা স্থিতপ্রজ্ঞ সিবিএসই-র মাধ্যমিক পরীক্ষায় মোট ৯৮.৪০ শতাংশ নম্বর পেয়েছে।তার মোট প্রাপ্ত নম্বর ৪৯২।সম্ভাব্য ভারতের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে সে। তার বাবা শুভাশিস মজুমদার ডিএভি আত্রেয়ী পাবলিক স্কুলেরই অঙ্কের শিক্ষক,মা বাবলি মজুমদার গৃহবধু।বরাবর ভালো ছাত্র স্থিতপ্রজ্ঞ। পড়াশোনায় তার অনুপ্রেরণা তার ঠাকুমা।

আরও পড়ুনঃ আইএসসিতে দেশের সম্ভাব্য তৃতীয় বীরভূমের তিয়াস

ভবিষ্যতে সে ডাক্তার হতে চায় এমনটাই জানিয়েছে সে।এছাড়াও আত্রেয়ী ডিএভি পাবলিক স্কুল সুত্রে জানা গেছে,এই স্কুল থেকে এবছর মাধ্যমিকে মোট ৯২ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়।যার মধ্যে ৯০ শতাংশ পেয়েছেন ৩৫ জন।বাকিরা ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here