রুগীর মোবাইল চুরি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে

0
80

হরষিত সিংহ,মালদহঃ

চিকিৎসাধীন রোগীর মোবাইল চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মেডিকেল কলেজের মেল সার্জিক্যাল ওর্য়াডে সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। ঘটনায় মঙ্গলবার সকালে রোগী ও তার পরিবারের পক্ষ থেকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে একটি লিখিত অভিযোগ করে।চিকিৎসাধীন রোগীর মোবাইল চুরির ঘটনায় ফের মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসাধীন রোগীর নাম তারামুদ্দিন।বাড়ি মালদহ জেলার পুখুরিয়া থানার রানী নগর এলাকায় । গত চারদিন ধরে মাথায় আঘাত নিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সে। সোমবার রাতে শোবার সময় তার মোবাইলে চার্জ দিয়ে বিছানার পাশে রেখেছিলেন । সকাল তিনি দেখেন মোবাইলটি বিছানায় নেই।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওয়ার্ড চত্বরে।

চুরি যাওয়া মোবাইলের মালিক তারামুদ্দিন।ছবিঃঅভিষেক দাস

চিকিৎসাধীন অনান্য রোগীদেরও অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাদের ওয়ার্ডে রাত হলেই কিছু অচেনা লোকদের ঘোরাফেরা ক্রমশ বাড়ছে। এর আগেও মোবাইল চুরি করতে এসে একটি চোরকে প্রায় হাতেনাতে ধরে ফেলে তারা কিন্তু সে কোনক্রমে পালিয়ে যায়।এ বিষয়ে ওয়ার্ডে থাকা রোগীরা পুলিশকে জানিয়েছিলেন । কিন্তু কোন লাভ হয়নি। এই বিষয়ে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এম এস ভি পি ডঃ অমিত কুমার দাঁ জানান প্রচুর রোগী ভর্তি হয় হাসপাতালে। রোগী অনুপাতে নিরাপত্তা কর্মীর অভাব রয়েছে। তাছাড়া মেডিকেলে আয়া ব্যবস্থা না নেই তাই রোগীদের কাছে একজন করে পরিবারের লোককে থাকতে দেওয়া হয়। তারপরেও এমন ঘটনায় রোগী ও তাদের আত্মীয়দের আরো বেশি সজাগ থাকতে হবে। মেডিকেল সূত্রে জানা গিয়েছে হাসপাতালে নিরাপত্তা রক্ষীর সংখ্যা মাত্র ৬২ জন।তারা তিনটি সিপ্টিং করে ডিউটি করেন নিয়মিত। প্রতিদিন বর্হিবিভাগেই প্রায় সাত হাজার রোগী ভিড় জমান। এমন আবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার আরো উন্নতি প্রয়জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here