নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
চুরি যাওয়া ১৫ টি বাইক এবং ১১টি মোবাইল উদ্ধার করে বছরের শেষ দিনে মালিকদের হাতে তুলে দিল পুলিশ।সোমবার এই বাইক এবং মোবাইল তাদের মালিকদের হাতে তুলে দেয় পুলিশ সুপার অর্ণব ঘোষ। বিভিন্ন থানা এলাকা থেকে চুরি গিয়েছিল ১৫ টি বাইক এবং ১১টি মোবাইল। সে গুলিকে উদ্ধার করে জেলা পুলিশ।সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ, জেলা পুলিশের উদ্যোগে ইংরেজবাজার থানা প্রাঙ্গনে মালিকদের হাতে উদ্ধার হওয়া মোটর বাইক ও মোবাইল তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার অর্ণব ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার কুলদীপ সোনবনে, ইংরেজবাজার থানার আইসি পুর্নেন্দু কুন্ডু, সাদা পোষাকের পুলিশ অফিসার সত্যব্রত ভট্টাচার্জ সহ অন্যান্য পুলিশ অফিসারেরা। জানা গিয়েছে, গত এক মাস ধরে অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া মোটর বাইক এবং মোবাইলগুলি একটি অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। এক মোটর বাইক মালিক ইলা দাস জানিয়েছেন, মালদা জেলার চাঁচোলের বাসিন্দা তিনি। সেখান থেকে প্রায় দেড় বছর আগে মোটর বাইকটি চুরি গিয়েছিল। বাইক ফেরৎ পেয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েজেন তিনি। মোবাইল ফেরৎ পেয়ে ইংরেজবাজারের বাসিন্দা চিরঞ্জিৎ পোদ্দারও পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। এই ঘটনায় জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানিয়েছেন বর্ষবরণের প্রাক্কালে ১৫ টি মোটরবাইক এবং ১১টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভ্যান চালকদের পেশাগত দাবীতে ডেপুটেশন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584