শ্যামল রায়, মন্তেশ্বর: বুধবার রাতে ফের মন্তেশ্বর থানার অন্তর্গত পিপলন গ্রামের শ্রীঅরবিন্দ বিদ্যামন্দির থেকে চুরি হয়ে গেল ১০ টি কম্পিউটার। বৃহস্পতিবার স্কুলে ঢুকে কম্পিউটারের রুমের তালা ভাঙা অবস্থায় দেখতে পান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহশিক্ষকেরা। প্রধান শিক্ষক আশরাফ আলী জানিয়েছেন যে ২০১৩ সালেও তাদের স্কুল থেকে দশটি কম্পিউটার চুরি হয়ে যায়। চুরির কিনারা আজও করতে পারেনি পুলিশ। তার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয়বার স্কুলে চুরির ঘটনা ঘটল। এই স্কুলে রয়েছে ১২জন শিক্ষক শিক্ষিকা।ছাত্র-ছাত্রী সংখ্যা ৮২৪জন। দ্বিতীয়বার স্কুলের চুরির ঘটনা ঘিরে স্কুলের নিরাপত্তার ফাঁক স্পষ্ট। এনিয়ে অভিবাবক অভিভাবকেরা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও ক্ষোভে ফুঁসছেন। প্রসঙ্গত , মঙ্গলবার রাতে এই অঞ্চলের সাগরবালা হাইস্কুল থেকে দশটি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। ওই স্কুলের প্রধান শিক্ষক অরূপ চৌধুরী

জানিয়েছেন যে “এখনও পর্যন্ত কম্পিউটার উদ্ধার করার বিষয়ে কোনো তদন্ত হয়নি “। স্কুলের পরিচালন কমিটির সম্পাদক তড়িৎ কান্তি রায় জানিয়েছেন যে “মন্তেশ্বর থানা এলাকার বিভিন্ন স্কুল থেকে একের পর এক কম্পিউটার চুরির ঘটনা অবাক করে দিচ্ছে।পুলিশকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য জানিয়েছি।” এছাড়াও কয়েক মাস আগে ধামাচিয়া বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় থেকে কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে যে এযাবৎকাল মন্তেশ্বর থানা এলাকা থেকে প্রায় শতাধিক কম্পিউটার চুরির ঘটনায় এখনও পর্যন্ত একটি কম্পিউটার ও উদ্ধার করতে পারেনি পুলিশ। স্কুলে কম্পিউটার চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584