দিল্লির যন্তর-মন্তরে আজ অভিনব “স্টপ অনলাইন মব” আন্দোলন

0
183

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

ছবি:টুইটার।

দেশের ‘ বৈচিত্রের মধ্যে ঐক‍্য’- আজ কিছুটা হলেও আক্রান্ত। জাতপাত ও ধর্মের নামে বিদ্বেষ আজ ভারতের সহিষ্ণুতা ও শান্তির পরিবেশকে গ্ৰাস করার চেষ্টা করছে। কোথাও সাম্প্রদায়িক উত্তেজনা, তো কোথাও তথাকথিত ‘ভিড়ের দ্বারা হত্যা(Mob Lynching)’।

ছবি:টুইটার।

দেশের বুদ্ধিজীবী সহ নাগরিক সমাজ এর বিরুদ্ধে গর্জে উঠেছে-কখনো ‘নট-ইন-মাই-নেম(Not in My Name)’ নামের আন্দোলনের মাধ্যমে তো কখনো ‘মাসুকা(Ma Su Ka-মানব সুরক্ষা কানুন)’-এর দাবিতে।

ছবি:টুইটার।

পরিবেশকে আরও বিষাক্ত করে তুলেছে অনলাইন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো, খুন ও ধর্ষণের হুমকি। এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ দেশের নাগরিক সমাজের পক্ষ থেকে আজ দিল্লির যন্তর-মন্তরে বিকেল তিনটেয় ‘স্টপ অনলাইন মব(Stop Online Mobs)’ আন্দোলন দেখবে গোটা দেশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here