ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
দেশের ‘ বৈচিত্রের মধ্যে ঐক্য’- আজ কিছুটা হলেও আক্রান্ত। জাতপাত ও ধর্মের নামে বিদ্বেষ আজ ভারতের সহিষ্ণুতা ও শান্তির পরিবেশকে গ্ৰাস করার চেষ্টা করছে। কোথাও সাম্প্রদায়িক উত্তেজনা, তো কোথাও তথাকথিত ‘ভিড়ের দ্বারা হত্যা(Mob Lynching)’।
দেশের বুদ্ধিজীবী সহ নাগরিক সমাজ এর বিরুদ্ধে গর্জে উঠেছে-কখনো ‘নট-ইন-মাই-নেম(Not in My Name)’ নামের আন্দোলনের মাধ্যমে তো কখনো ‘মাসুকা(Ma Su Ka-মানব সুরক্ষা কানুন)’-এর দাবিতে।