মনিরুল হক,কোচবিহারঃ
মেলা শেষ হয়ে যাওয়ার পরেও দোকান খোলা। তাই রিজার্ভ পুলিশ ফোর্স নামিয়ে কোচবিহারের রাসমেলায় খোলা দোকানপাট বন্ধ করল পুলিশ। জানা গেছে, রবিবার কোচবিহারের ঐতিহ্যবাহী তথা উত্তর-পূর্ব ভারতের অন্যতম বৃহৎ মেলা রাস মেলা শেষ হয়।তারপর কিছু ব্যবসায়ী বুধবার পর্যন্ত দোকানের পসরা সাজিয়ে বিক্রি করতে থাকেন।
অভিযোগ, যারা এখন ব্যবসা করছে তারা সেখানকার অধিকাংশই রাস্তা আটকে ব্যবসা করছিলেন।এমন পরিস্থিতিতে পুরসভা ও পুলিশের তরফে একাধিকবার দোকান তুলে নেওয়ার কথা জানান হলে বেশকিছু দোকান বন্ধ করে দেওয়া হয়। তারপরেও কিছু দোকানদার বুধবারও সেখানে ব্যবসা চালাচ্ছে।অবশেষে বুধবার রিজার্ভ পুলিশ ফোর্স ও পুলিশের এক বিশাল বাহিনী গিয়ে দোকানপাট তুলে দেয়। উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরাও।
কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভুষন সিং বলেন,“রাসমেলা হয়ে গেছে আমরা ৩ দিন সময় বাড়িয়ে দিয়েছি।তারপর সেখানে বইমেলা রয়েছে। কিছুদিন পর কোচবিহারে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় আসছেন।সেখানে তাঁর সভা রয়েছে। তাই আমাদের মাঠটাকে সাজাতে হবে।মেলা হওয়ার কারনে সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।আজ পুলিশ গিয়ে ওই সব দোকান তুলে দিয়েছে।”
আরও পড়ুনঃ খেলায় সাফল্যের জন্য মৌসুমীকে সম্বর্ধনা দিল কৃষি উন্নয়ন সমবায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584