নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ছোটবেলায় একটা ধারণা সব বাচ্চাদের মনেই থাকে। মা হসপিটাল থেকে আমাদের কিনে এনেছে। ধারণাটা অবশ্য মা কিংবা বাড়ির অন্যান্যরাই শিশুদের মনে ঢুকিয়ে দেয়। তাদের অতিরিক্ত জানার ডানাটা তখনই ছেটে ফেলে দেওয়া হয়। এরপর দিন গড়ায়, ক্লাস বাড়ে। জনন, প্রজনন সবই তারা জানতে শেখে। আর তখনই মনে মনে ভাবে কী বোকাটাই না ছিলাম।
ধারণার শেষ এখানেই নয়। আছে আরও। মা হতে গেলে একটা গোছানো বৈবাহিক সম্পর্কের দরকার পড়ে। এই ধারণা অবশ্য শিশুদের নয়। বড়দের। কিন্তু যারা বিবাহিত না হয়ে সন্তান দত্তক নেয়? তাদের কি কেউ কিছু বলতে পারে? আবার যারা সম্পর্কে থেকে বিয়ে না করেও সন্তান নিয়ে আসে, তাদেরও কি সত্যিই কিছু বলার থাকে? থাকে না। তবুও আমরা বলি। সেই বলা আর না বলাকে থোড়াই কেয়ার না করে নিজের মেয়েকে মানুষের মতো মানুষ করছেন অভিনেত্রী সঞ্চিতা ব্যানার্জি। বহমান, আগুনের পাখি, শকুনের লোভ ছবিতে অভিনয় করেছেন সঞ্চিতা।
এছাড়াও বাংলা ধারাবাহিক প্রেমের কাহিনি, কী করে তোকে বলব, রাধা, অন্দরমহলে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিগতজীবনে বিবাহিত নন তিনি। ভালোবাসার স্বীকৃতিতে দুটি মানুষ মিলে পৃথিবীতে এনেছেন ১৪ বছরের বেবো অর্থাৎ শ্রেষ্ঠা সান্যালকে। ‘সিমন ডে অ্যাকাডেমি’র দশম শ্রেণীর ছাত্রী সে। মা বিবাহিত না হওয়ায় নানাবিধ কথা আর যন্ত্রণার শিকার হতে হয় তাকে প্রতিনিয়ত। তাতে থোড়াই কেয়ার। নিজের ছন্দে এগিয়ে চলেছে বেবো।
আরও পড়ুনঃ হাজির ‘ম্যাঁও’-এর ট্রেলার
নানা লোকের নানা কথাকথি সত্তেও এই মেয়ে কতটা মানবিক তা জানার পালা এবার। সহপাঠী ক্যানসারে আক্রান্ত। সেকেন্ড কেমো নিয়েছে সে। স্বাভাবিকভাবেই মাথা থেকে তার চুল উবে যাওয়ারই কথা। সেই বন্ধুর যাতে কষ্ট না হয়, সে যাতে মানসিক ভারাক্রান্ত না হয় তার জন্য মায়ের কাছে বেবোর আবদার- “আমি ন্যাড়া হতে চাই।” মাকে এর কারণটাও জানায় সে। মা অবাক। মাও তেমনি। মেয়েকে একবারের জন্যও বারণ না করে মাথা ন্যাড়া করে দেয় নিজেই।
এত কথা বলার একটাই কারণ, বেবোর মা নিজেকে গর্বিত মনে করেন এহেন এক মেয়ের জন্ম দিয়ে। তাঁর মতে, বেবো সাফল্যের চূড়ায় উঠলেও তাঁর এত গর্ব হবে না। এমন এক মায়ের কি বিবাহিত হওয়া সত্যিই প্রয়োজন? প্রশ্ন সঞ্চিতার। বেবোকে নিজের গর্ভের স্বামী বিবেকানন্দ বলে মনে করেন সঞ্চিতা। নিজেকে রত্নগর্ভা মনে করতে কুণ্ঠিত মনে করেন না তিনি। সদর্পে বলেন- “আমি রত্নগর্ভা।”
আরও পড়ুনঃ এক মাসের ছোট্ট ঋককে কোলে নিয়ে সোনালীর ঘরোয়া সেলিব্রেশন
সঞ্চিতা নিজের ভাব প্রকাশের জন্য লিখেছেন – “She is Bebo my daughter, she is fit & fine, nothing to worry( as per god’s blessings). I have never seen a spirited girl like her. As she was born without WEDLOCK, as her dad and mom are not a married couple, so she had tolerated many torture In DPS RUBYPARK, BUT SHE NEVER LOST HERSELF. Never ever lost her courage to stand for a friend who is suffering for cancer and had second chemo, Suddenly Bebo told me yesterday morning MAA i want to become bald mainly for this reason. I was stumbled, and no one we get to be a barbar. So, mother is the barbar here. and when I was chopping her hair I was thinking how foolish the society is, who always discouraged me to be a mother without marriage. But why man why??? Its my womb, its my blood, its my 9months, its my pain, who the hell u are to dictate me when should I bring my child and with whom??? If i would have listen to the society, then where could I get this NEW BILE??? 😘😘😘 She is my Vivekananda,She is my Bile, and I am proud of this empathic,brave hearted daughter.
আমার এতো গর্ব আর কিছুতেই হবে না, তা ও যদি তথাকথিত সাফল্যের চূড়াতেও পৌঁছায় তবেও না।
How spirited she is that next 2nd July she will be 15yrs and she choose to be a friend first. So, my dear society what to say??? Have u got a teenager from ur married couple who has become a real human being at the age of 14+?????????
Please show me one I will be very happy to see another girl of golden heart. Thank you.”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584