সুদীপ পাল, বর্ধমানঃ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। বহু মানুষ হেঁটে চলেছেন। অথচ সেই রাস্তার পাশেই জ্বলছে উনুন। তৈরি হচ্ছে খাবার। প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার ধারে এভাবেই উনুন জ্বেলে চলছে নিত্যদিনের রান্না। দুর্গাপুরের মহাত্মা গান্ধী রোডে এই অবস্থা প্রত্যেক দিনের। রাস্তার উপরে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, এই প্রতিষ্ঠানের উল্টো দিকে রয়েছে প্লাস্টিকের ছাউনি বিশিষ্ট কয়েকটি হোটেল। এই হোটেলগুলিতে সকাল থেকে উনুনে রান্না হয়। ফলে একদিকে যেরকম প্রচুর ধোঁয়া হয় অন্যদিকে সমস্যায় পড়ছেন প্রাতঃভ্রমণে বেরোনো পথচারীরা। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নির্দেশ অনুসারে রাস্তার ধারে উনুন জ্বালিয়ে রান্না করা অপরাধ। কিন্তু তারপরেও তা শোনা হয় না, এখানে দোকানগুলি মানে না। ভোরের দিকে এসব দোকানে পোড়া মোবিল, কারখানায় ব্যবহৃত তেল ইত্যাদি পুড়িয়ে উনুন জ্বালানো হয় ।ফলে শ্বাসকষ্ট হয় অনেকের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে মানুষজন, যানবাহন। কিন্তু রান্নার কাজ একই রকম ভাবেই চলে। পথচারীদের ফুটপাত বলে প্রায় কিছুই থাকে না। এলাকাবাসীরা বলছেন এতে দুর্ঘটনার আশঙ্কা প্রবল থাকে।
এ প্রসঙ্গে, দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন যে এই এলাকায় আগে অভিযান চালিয়ে দোকান ঘর তুলে দেওয়া হয়েছিল। তিনি ফের অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: ফের আক্রমণাত্মক অধীর, ভোটে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীকে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584