মনিরুল হক, কোচবিহারঃ
তিন দিন ধরে কর্মবিরতি চলছে এফসিআইয়ের খাদ্যশস্য পরিবহণের সঙ্গে যুক্ত কোচবিহারের ট্রাক মালিক,চালক ও শ্রমিকদের।অভিযোগ, এফসিআইয়ের কোচবিহার জেলার কোটার ১২ হাজার কুইন্টাল গম শিলিগুড়ি থেকে লিফটিং করা হবে।কিন্তু এতদিন ধরে কোচবিহার থেকে তা লিফটিং হয়ে আসছে। কোন এক অজ্ঞাত অঙ্গুলি হেলনে এই কাজ হচ্ছে বলে অভিযোগ।এর ফলে কোচবিহার জেলার এফসিআইয়ের খাদ্যশস্য পরিবহণের সঙ্গে জড়িত অসংখ্য শ্রমিক, ট্রাক মালিক, ট্রাক চালক ও অন্যান্য লোকজন ভয়াবহ সমস্যার সুম্মুখিন। তাদের রুটি রুজির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।ডিসট্রিক্ট কন্ট্রোলার অফিস থেকে এটা হচ্ছে এবং এফসিআইও এর সাথে জড়িত আছে বলে সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ানের পক্ষ থেকে অভিযোগ।তারই প্রতিবাদে ৩ দিন ধরে ট্রাক ধর্মঘট চলছে। শ্রমিকরাও কর্মবিরতির মধ্যে দিয়ে এই প্রতিবাদে সামিল হয়েছেন।
ট্রাক চালক রফিক হোসেন বলেন, “তিন দিন ধরে আমরা কাজ বন্ধ রেখেছি। দিন ভর গাড়ি দাঁড়িয়ে আছে।এমনিতেই ভাড়া কম।তার মধ্যে এই সমস্যার জন্য ভীষণ সমস্যায় পড়েছি।কাজ বন্ধ বলে পরিবার নিয়ে চিন্তা বাড়ছে। প্রশাসন তাড়াতাড়ি এই সমস্যার সমাধানে এগিয়ে আসুক।”এফসিআই কোচবিহারের শ্রমিক ইউনিয়ানের সম্পাদক দেবাশিস সরকার বলেন,“কোচবিহারের ১২ হাজার কুইন্টাল গম এখান থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।সেখান থেকে লিফটিং হবে। কিন্তু এতদিন এটা এখান থেকে লিফটিং হয়ে আসছে।এই সামগ্রী কারও অঙ্গুলি হেলনিতে এই কাজটা হচ্ছে।এতে আমাদের কোচবিহারের প্রায় ৫০ হাজার শ্রমিক,কর্মচারী, ট্রাক মালিক ও চালক সমস্যার সম্মুখিন। আমাদের রুটি রুজিতে টান পড়ছে।তারই প্রতিবাদে আমরা কর্ম বিরতি রেখেছি।”এ ব্যাপারে দ্রুততার সাথে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছে।
আরো পড়ুনঃ মমতা প্রধানমন্ত্রী অভিষেক মুখ্যমন্ত্রী,সাংবাদিক বৈঠকে ইদ্রিস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584