নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মাস্ক ব্যবহার না করলে এবার থেকে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। শুক্রবার এই কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পুলিশ সুপার সুমিত কুমার। পুলিশ সুপার বলেন, ‘এতদিন সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার নিয়ে শুধু সচেতন করা হচ্ছিল। তবে এখন থেকে মাস্ক ব্যবহার না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ প্রয়োজনে ফাইনও করা হতে পারে।’
রোজই রায়গঞ্জে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩০০ ছাড়িয়েছে। ফলে করোনা সংক্রমণ ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে উত্তর দিনাজপুর জেলাতে। সমস্ত কন্টেনমেন্ট জোনগুলিতে ফের লকডাউন শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে বৃক্ষরোপণ মালদহে
এমন গুরুতর পরিস্থিতিতে শহরের অনেক বাসিন্দার মধ্যে এখনও মাস্ক ব্যবহারে অনিহা দেখা যাচ্ছে। এবার এই বিষয়টি নিয়েই কড়া ব্যবস্থা নিতে চলেছে রায়গঞ্জ পুলিশ৷ করণদিঘি, ইটাহার, কালিয়াগঞ্জ, হেমতাবাদ ও রায়গঞ্জ থানা এলাকায় এবার থেকে মাস্ক ব্যবহার না করলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584