মনিরুল হক, কোচবিহারঃ
করোনা সংক্রমণ ঠেকাতে কোচবিহারে তৎপর হল জেলা প্রশাসন। মানুষকে সচেতন করতে মাইক হাতে পথে নামলেন থানার আইসি।করোনা রুখতে কোচবিহারে ফের শুরু হয়েছে লকডাউন। কিন্ত দেখা যাচ্ছে, অধিকাংশ সাধারন মানুষ লকডাউন মানছেন না।
কেউ কেউ পরছেন না মাস্কও। সাইকেল, বাইক ও টোটো নিয়ে বেড়িয়ে পড়ছে রাস্তায়। এবার তাদের শায়েস্তা করতে শহরের বিভিন্ন রাস্তায় অভিযান চালাতে শুরু করেছেন আধিকারকরা। শুক্রবার শহরে লকডাউন পুরোপুরি সফল করতে মাইক হাতে ফের পথে নামলেন কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়।
আরও পড়ুনঃ করোনার লম্বা লাফ, দেশে একদিনে আক্রান্ত ৩২ হাজারের বেশি মানুষ
এদিন তিনি মাইক হাতে নিয়ে সাধারন মানুষের উদ্দেশ্যে জানান, যে সমস্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ী লকডাউন উপেক্ষা করে রাস্তায় বের হচ্ছেন বা দোকান খুলছেন, তারা সবসময় সচেতন ভাবে চলাফেরা করুন। বাড়ি থেকে বের হলেই মাস্ক পড়বেন, মাস্ক ছাড়া বের হবেন না।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে ফের ২ জন করোনা আক্রান্ত
এমনকি প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ি থেকে না বের হওয়ার আবেদনও করেন তিনি।প্রসঙ্গত, গতকাল কোচবিহার জেলায় প্রশাসনের পাঁচ আধিকারিকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে আরও কড়া মনোভাব নিয়েছে প্রশাসন।
আর সেই কারণে কোচবিহার কোতোয়ালি থানার আই সি সৌম্যজিৎ রায় মাইক হাতে নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেন। জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে, গতকাল জেলায় মোট আটজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমিতদের মধ্যে পাঁচজন করোনা যোদ্ধা জেলায় প্রশাসনের আধিকারিক রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584