ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি

0
46

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ

Strict surveillance of india and bangladesh
নজরদারি।নিজস্ব চিত্র

দুই দিন আগে মহেন্দ্র সিং ধোনি সহ কিছু সেলিব্রিটিকে জঙ্গী সংগঠন আইএসের তরফে হুমকি দেওয়া হয়েছে। গতকাল শালিমার থেকে মহারাষ্ট্রের কুরলাগামী একটি ট্রেনে মহারাষ্ট্রের কুরলায় মিলেছে বিস্ফোরক।এইসব কারনে দেশজুড়ে তৈরী হয়েছে আতঙ্কের পরিবেশ।দেশের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই কারনে সতর্ক আছে প্রশাসন।রাজ্যে নিরাপত্তা কঠোর করা হয়েছে।ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশও সজাগ রয়েছে নিরাপত্তার বিষয়ে।

আরও পড়ুনঃ তেরো পর্যবেক্ষকের নজরদারিতে গণনা মুর্শিদাবাদে

আজ সকালে চোখে পড়লো জেলা পুলিশের তরফে বালুরঘাট রেল স্টেশন সহ বিভিন্ন এলাকায় চেকিং চলছে পুরোদমে।যদিও এই চেকিংএ তেমন কিছুই উদ্ধার করতে পারেনি জেলা পুলিশ। এই বিষয়ে জেলা পুলিশের সাথে যোগাযোগ করলে তারা জানান এটি একটি রুটিন চেকআপ।এ ধরনের রুটিন চেকিং আমরা মাঝে মধ্যেই করে থাকি।তাতে আমরা কিছু আপত্তিকর জিনিসও উদ্ধার করে থাকি।যদিও আজ কোন আপত্তি কিছুই আজ উদ্ধার হয়নি।তারা আরও বলেন এই চেক আপের সাথে মহারাষ্ট্রে বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনার কোন যোগ নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here