ধর্মঘট ঘিরে ধুন্ধুমার সুজাপুর, রণক্ষেত্র

0
47

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

সাধারণ বনধকে ঘিরে পুলিশ জনতা খন্ড যুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিল মালদহের কালিয়াচক থানার সুজাপুর। বুধবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর আগুন জ্বালিয়ে অবরোধে সামিল হন স্থানীয়রা। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে বনধ সমর্থনকারীরা। পাল্টা পুলিশ লাঠি চার্জ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে থাকে। উত্তেজিত জনতা একাধিক গাড়িতে ভাঙচুর চালায়। এমনকি পুলিশের গাড়ি সহ মোট ৫ টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধেও গাড়ি ভাঙচুরের।

নিজস্ব চিত্র

পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। প্রায় দুই ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় দুই পুলিশ কর্মী জখম হয়েছে। তিনটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া জানান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here