নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
টিউবওয়েল খারাপ তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জলের তীব্র সংকট।যার জেরে চরম সমস্যায় পড়ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আসা শিশু সহ প্রসূতি মা ও অন্তঃসত্ত্বা মহিলারা।অভিযোগ একধিকবার প্রশাসনকে জানানো হলেও টিউবওয়েল মেরামত করার কোনও ব্যাবস্থা করেননি।যার ফলে শুক্রবার বাধ্য হয়ে পথ অবরোধ শুরু করেন বাসিন্দারা।পরে প্রশাসনের পক্ষ থেকে টিউবওয়েল মেরামত করার ব্যবস্থা নেওয়ার পর অবরোধ তুলে নেন বাসিন্দারা।এই ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর ২ ব্লকের বেলিয়াবেড়া এলাকার শাঁকারারী গ্রামে।
জানা গিয়েছে, গ্রামের মহিলা সহ অন্যান্য বাসিন্দারা সকাল সাতটা থেকে নটা পর্যন্ত পিচ রাস্তার উপর বালতি,হাড়ি নিয়ে পথ অবরোধে সামিল হয়।আর এদিন পথ অবরোধরে ঘটনার পরেই নড়ে চড়ে বসে ব্লক প্রশাসন এবং প্রশাসনের পক্ষ থেকে বিকল টিউবওয়েলটি সারাই এর ব্যবস্থা করা হয়।এদিন সকাল থেকে শাঁকারারী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র দিদিমনি কর্মী গ্রামের মহিলা সহ সকলে কেন্দ্রের পাম্পটি সারাই এর দাবিতে অবরোধ শুরু করেন।অবরোধের ফলে ঝাড়গ্রাম,
গোপীবল্লভপুর,রোহিনী রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনঃ বাঙালির বিপন্নতা এবং এন আর সি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584