শ্যামল রায়,নদীয়াঃ
ইভটিজিং এর প্রতিবাদ করায় বেধড়ক মারধর করার ফলে মৃত্যু হল এক প্রতিবাদী যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম বাপি মালাকার(২৮)।বাড়ি কালিনগর গ্রামে। জানা গিয়েছে যে
কীর্তনের আসরে কয়েকজন মহিলার হাত ধরে টানাটানি এবং ইভটিজিংয়ের প্রতিবাদ করেছিলেন স্থানীয় এক যুবক। প্রতিবাদ করার পরে ওই যুবককে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছিল। শেষমেশ সোমবারে ফের তার বাড়িতে গিয়ে ওই যুবককে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। মারাত্মকভাবে জখম ওই যুবককে ভর্তি করা হয় নদীয়ার শক্তিনগর হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। রাতেই মৃতদেহ ফিরিয়ে এনে শক্তিনগর হাসপাতালে রাখা হয় এবং দোষীদের শাস্তির দাবিতে কৃষ্ণনগর মাজদিয়া রোডে আগুন জ্বালিয়ে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। অবশেষে পুলিশ আশ্বাস দিলে অবরোধ তুলে নেন মৃতের পরিবারের আত্মীয় এবং স্থানীয় বাসিন্দারা।
এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বাসিন্দারা এককাট্টা।পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে।
পুলিশ জানিয়েছে দোষীদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584