বিভেদহীন আমরা-ওরা নিয়ে ‘স্ট্রিপড’

0
92

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘আমরা’ আর ‘ওরা’ বলে কোনও বিভেদ নেই আজ। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত মিলেমিশে একাকার। সমস্যাটা অন্য জায়গায়- ওই যে ‘ওরা’র দল? ‘ওরা’ যেমন ছিল তেমনই আছে। হয়ত তার থেকেও কিছুটা বেশি খারাপ আছে। কিন্তু ‘ওরা’ এই খারাপটাকে আগলে ধরে বাঁচতে জানে। জীবন ওদের তা শিখিয়েছে।

Stripped | newsfront.co

কিন্তু আমার আপনার মতো মধ্যবিত্ত কিংবা যদি ধরি উচ্চবিত্ত, তারা তো এমন দিন দেখিনি কখনও। প্রস্তুতও ছিলাম না দেখার জন্য। আজ এই দুর্দিনে আধপেটা বা অভুক্ত থেকেও মুখে হাসিটুকু লেগে আছে ওদের। কেননা অভ্যস্ত। কিন্তু আমরা ভুলে গিয়েছি হাসতে। এতদিন মোটা টাকা রোজগার, শপিং মল, মাল্টিপ্লেক্স, স্পা স্যাঁলো-তে অভ্যস্ত ছিলাম আমরা।

sunset | newsfront.co

আরও পড়ুনঃ প্রথমবার টেলি সঞ্চালনায় দেবযানী চ্যাটার্জি

আজ শপিং মলে গিয়ে শপিং, কফি আড্ডা, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা তো দূর অস্ত মাস মাইনেটিও আসছে অর্ধেক। প্রয়োজনীয় জিনিসও মিলছে না চাহিদামতো। মিললেও তার দাম আকাশছোঁয়া। ফলে টাকা বাঁচাতে তাকে ছাড়াই কাজ চালিয়ে নিচ্ছি আমরা। এ ভাবেই আজ করোনার চোখরাঙানিতে চলছে মানবজীবন। ভাল নেই মানুষ। ভাল আছে পৃথিবী। তার দূষণ কমেছে আজ বহুগুণে। মারণ করোনা ভাইরাস বিদায় নিলে এক নতুন পৃথিবী দেখব আমরা। এমনই আশা আমাদের। কিন্তু তা কবে?

আর এই ‘আমরা’- ‘ওরা’র বিভেদহীনতাকে সামনে রেখেই একটি শর্ট ফিল্ম বানিয়েছেন পরিচালক তথাগত মুখার্জি। এই সময়ে নিয়ে যা বলার আছে তারই প্রতিফলন রয়েছে এই শর্ট ফিল্মে।

তথাগতর সঙ্গে পায়ে পা মিলিয়েছেন একঝাঁক টলি তারকা। প্রত্যেকেই নিজেদের বাড়িতে বসে শট দিয়েছেন।
কাহিনি ও পরিচালনা তথাগত মুখার্জির। সঙ্গীত পরিচালনায় ময়ূখ ভৌমিক। এডিটিং ও সাউন্ড-এ উত্তরণ দে। কণ্ঠে সুজয় প্রসাদ চ্যাটার্জি। ২৪ এপ্রিল ইউটিউবে মুক্তি পেয়েছে এই শর্টফিল্মটি।

চৈতি ঘোষাল, চান্দ্রেয়ী ঘোষ, শ্রীলেখা মিত্র, ভাস্বর চট্টোপাধ্যায়, জয়জিত বন্দ্যোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, বিবৃতি চ্যাটার্জি, রজতাভ দত্ত, সন্দীপ্তা সেন, দেবলীনা দত্ত, অদিতি চ্যাটার্জি, সুজয় প্রসাদ চ্যাটার্জি, মৌলি গাঙ্গুলি, ময়ূখ ভৌমিক, রাহুল ব্যানার্জি, সত্রাজিত সেন সহ মোট ২৯ জন অভিনেতা অভিনেত্রীকে দেখা গিয়েছে ‘স্ট্রিপড’-এ।

‘স্ট্রিপড’-এ ব্যবহৃত কিছু ফুটেজ এবং শট তথাগতর আগে নানা কারণে তোলা। সেগুলি তিনি ব্যবহার করেননি অন্য কোথাও। তাই সেগুলিকে ব্যবহার করলেন ‘স্ট্রিপড’-এ। ভিডিওটি দেখলে শিউরে উঠবেন আপনি। কোন স্তরে গিয়ে তথাগত ভেবেছেন বা ভাবতে পারেন তার দলিল এই শর্ট ফিল্ম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here