শ্যামল রায়,কালনাঃ
মঙ্গলবার ভোর বেলায় ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় ধাত্রীগ্রাম রেল গেট এ লেভেল ক্রসিংয়ে একটি দশ চাকার লরি আটকে পড়ায় সকালের দিকে ট্রেন চলাচল বিঘ্নিত হয় বলে অভিযোগ উঠেছে।ঘন্টাখানেক ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এর ফলে কাটোয়া থেকে হাওড়া মুখী এবং ব্যান্ডেল থেকে কাটোয়া মুখী সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।রেলের সুরক্ষা আইন অনুযায়ী ওই লরি টিকে আটক করা হয়েছে এবং চালককে জিজ্ঞাসাবাদ চলছে।
জানা গিয়েছে রেলের আর পি এফ সূত্রে।একটি গুরুত্বপূর্ণ রেলপথ হলো ব্যান্ডেল কাটোয়া রেল শাখা। উত্তরবঙ্গের সাথে যোগাযোগের সংযোগ হচ্ছে এই রেলপথটি।সকালের দিকে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়ারা ট্রেন ধরে বিভিন্ন রেল স্টেশনে নামেন কিন্তু এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকের দেরি হয়ে যায় গন্তব্যস্থলে পৌঁছাতে জানা গিয়েছে।লরি টি বর্ধমানের দিকে যাচ্ছিল।ধাত্রীগ্রাম রেলগেট পার হতেই লেভেল করেছি নিয়ে আটকে যায় এবং ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে পড়ে।ফলে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন।দ্রুত ঘটনাস্থলে রেলের কর্মী এবং রেলের সুরক্ষার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত লরিটিকে সরিয়ে ফেলেন লেভেল ক্রসিং থেকে।তারপরে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল শুরু হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584