নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
শিক্ষকের হাতে নিগৃহীত ছাত্র।সেই ঘটনা ঘিরে উত্তেজনা।বাঁকুড়ার ওন্দা থানার অন্তর্গত রামসাগর হাই স্কুলের ঘটনা। স্কুল পড়ুয়াদের অভিযোগ,ওই দুই ছাত্রকে বেধড়ক মারধর করেন এক শিক্ষক ।
শিক্ষকের মারে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীব এক ছাত্র।এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই স্কুলে । অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে স্কুলের ছাত্র ও অভিভাবকরা।
আরও পড়ুনঃ শিক্ষককে তুলে নিয়ে গিয়ে নিগ্রহ, দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের
স্কুল সূত্রে খবর গতকাল রামসাগর স্কুল চত্বরেই সত্যরঞ্জন মন্ডল ও ভৈরব পাল নামের দুই শিক্ষক নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন।স্কুলের ছাত্রদের অভিযোগ ভৈরব পাল সত্যরঞ্জন মন্ডলকে মারধর করেন।
গতকাল স্কুল চত্বরে ঘটা এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে ক্লাস বয়কট করে রামসাগর হাই স্কুলের একাদশ শ্রেনীর ছাত্ররা।দুপুরের দিকে স্কুলের একাদশ শ্রেনীর ছাত্ররা প্রধান শিক্ষকের কাছে ওই ঘটনার বিচার চাইতে চায়।অভিযোগ সেই সময় স্কুলের সহ শিক্ষক জয়দেব মন্ডল সৌভিক পাল ও নির্মলেন্দু ভট্টাচার্য নামের দুই ছাত্রকে বেধড়ক মারধর করেন।
মার খেয়ে জখম হয় সৌভিক পাল।প্রথমে তাকে রামসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।পরে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে রামসাগর হাইস্কুলে।ছাত্র ও অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয় রামসাগর হাই স্কুল । পরিস্থিতি সামাল দিতে ওন্দা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।
পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসে স্কুল শিক্ষক,পরিচালন সমিতি ও অভিভাবকরা।ছাত্রদের মারধরের ঘটনা স্কুলের প্রধান শিক্ষক স্বীকার করতে না চাইলেও অভিযুক্ত শিক্ষক মারধরের ঘটনা স্বীকার করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584